পার্টিতে মালাইকার পরনে ছিল লাল রঙের মিনি ড্রেস। সঙ্গে সাদা স্নিকার্স। এই পার্টি মালাইকার বেস্ট ফ্রেন্ড আয়োজন করেছিলেন। ভিডিওতে অমৃতাকে মিউজিক সিস্টেম চালাতে ও জোরে গান গাইতে দেখা গিয়েছে। আর মালাইকা ডান্সের মাধ্যমে পার্টি উপভোগ করলেন। দেখে মনে হচ্ছে, মালাইকার ক্রিসমাস উদযাপন শুরু হয়ে গিয়েছে।
ভিডিওটি খুব শীঘ্রই সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের নজর কেড়েছে। অনুরাগীরা মালাইকার প্রশংসা করেছেন।
উল্লেখ্য, মালাইকা বর্তমানে বলিউড অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে ডেট করছেন। মাঝেমঝ্যেই দুজনের ছবি ও ভিডিও সামনে আসে। ইনস্টাগ্রামে মালাইকার ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়নের বেশি।