মুম্বই: গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। জানা গিয়েছে, মহারাষ্ট্রের খপোলি অঞ্চলে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যাচ্ছে, দুর্ঘটনার কবলে পড়ার পর দ্রুত মালাইকা অরোরাকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁর আঘাত খুব বেশি নয় বলেই জানা যাচ্ছে এখনও পর্যন্ত। সূত্রের খবর, দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কাছের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে।
খপোলি পুলিশ স্টেশনের অ্যাসিসটেন্ট পুলিশ ইনস্পেক্টর হরেশ কালসেকর জানিয়েছেন যে, এদিন মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের দুর্ঘটনাপ্রবন এলাকাতেই দুর্ঘটনার কবলে পড়েন মালাইকা অরোরা। তিনটি গাড়ি একে অপরকে টেক্কা দেওয়া চেষ্টা করছিল। আর তখনই দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনায় তিনটি গাড়িই ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার পরই ঘটনাস্থল থেকে বাকি গাড়িগুলি দ্রুত চম্পট দেয়। দুর্ঘটনার কবলে পড়া প্রত্যেকেরই চোট আঘাত অল্পের উপর রয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন - Ajay Devgn Birthday: অজয় দেবগনের অজানা তথ্য, অবাক করবে অনুরাগীদের
তিনি আরও বলেন, 'আমরা ইতিমধ্যেই দুর্ঘটনার সময় যে তিনটি গাড়ি একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছিল, তাদের খোঁজ চালাচ্ছি। যে গাড়ি তিনটি দ্রুত গতিতে যাচ্ছিল, তাদের রেজিস্ট্রেশন নম্বর ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে। আমার গাড়ির মালিকদের সঙ্গে যোগায়োগ করে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করব যে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটে। তবে এই মুহূর্তে দুর্ঘটনাকে কেন্দ্র করে এফআইআর দায়ের হয়েছে। আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যে কীভাবে এই ঘটনা ঘটেছে।' প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বোন অমৃতা অরোরা ইতিমধ্যেই সংবাদমাধ্যমের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পাশাপাশি অভিনেত্রী এখন আগের থেকে সুস্থ রয়েছেন বলে তিনি জানিয়েছেন।
মালাইকা অরোরার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন যে, দুর্ঘটনার কবলে পড়লেও অভিনেত্রী এখন আগের থেকে ভাল আছেন। তাঁর শরীরের বেশ কিছু জায়গায় সেলাই পড়েছে। তবে, তাঁর খুব বড় কোনও চোট আঘাত লাগেনি। তাঁর মাথার কাছে বালিশ থাকার কারণে মাথায় বিশেষ চোট লাগেনি বলেই জানাচ্ছেন ওই ব্যক্তি। তাঁরা আশা করছেন শীঘ্রই অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।