মুম্বই:  এবছরের শুরুতে শোনা গিয়েছিল সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে তাঁর স্ত্রী মালাইকা আরোরা খানের বিবাহবিচ্ছেদ হয়ে যাচ্ছে। তাঁরা বেশ কয়েকমাস ধরে আলাদাও রয়েছেন। সূত্রের খবর, তাঁরা এবার পারিবারিক আদালতে গিয়ে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি আরবাজ-মালাইকা বান্দ্রা আদালতে গিয়েছিলেন তাঁদের আইনজীবীদের সঙ্গে নিয়ে।

মালাইকা-আরবাজের বিচ্ছেদের খবরে হতবম্ভ হয়ে যান তাঁদের ভক্ত থেকে বলিউডে তাঁদের বন্ধু-বান্ধবরা। ১৭ বছরের বিবাহিত জীবন তাঁদের। আরবাজের থেকে আলাদা হওয়ার পর মালাইকা তাঁদের সন্তান আরহানকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকেন বলে জানা গিয়েছে।

তবে এরমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে আরবাজ-মালাইকাকে একসঙ্গে দেখা যায়। এমন জল্পনাও শোনা গিয়েছিল, হয়তো এই দম্পতি তাঁদের বিয়েটাকে আরও একবার সুযোগ দিয়ে দেখতে চাইছেন। তবে এরমধ্যে শোনা গিয়েছে মালাইকার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে অর্জুন কপূরের এবং আরবাজের নাম জড়িয়েছে গোয়ার এক সুন্দরীর সঙ্গে, তাঁর নাম ইয়ালো মেহেরা।