জিমে তাঁর ঘাম ঝরানোর ভিডিও মালাইকা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এই ভিডিও তাঁর ফ্যান পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে।
কিছুদিন আগেই মালাইকা তাঁর ওয়ার্কআউটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ফটো ও ভিডিও ছাড়াও বলিউড অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্ক নিয়েও টিনসেল টাউনে আলোচনার কেন্দ্রে রয়েছেন মালাইকা। তাঁরা নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছেন। তবে তাঁদের বিয়ে নিয়ে এখনও কিছু জানা যায়নি। এক সাক্ষাত্কারে মালাইকা বলেছিলেন, অর্জুন কপূরকে বিয়ে করলে সবাইকে জানাতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করবেন না।