ঋণের ভারে জর্জরিত রিলায়েন্স কমিউনিকেশনস থেকে পদত্যাগ অনিল অম্বানীর
Web Desk, ABP Ananda | 16 Nov 2019 05:14 PM (IST)
আরও চার শীর্ষস্থানীয় কর্তাও পদত্যাগ করেছেন।
মুম্বই: দেনায় ডুবে থাকা রিলায়েন্স কমিউনিকেশনসের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন অনিল অম্বানী। তাঁর সঙ্গে আরও চার শীর্ষস্থানীয় কর্তাও পদত্যাগ করেছেন। তাঁরা হলেন ছায়া বিরানী, রিনা কারানি, মঞ্জরী কাকের ও সুরেশ রঙ্গাচর। আজ বম্বে স্টক এক্সচেঞ্জে দেওয়া এক নোটিসে এমনই জানিয়েছে রিলায়েন্স কমিউনিকেশনস। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এর আগেই ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মনিকান্তন ভি। সুপ্রিম কোর্টের নির্দেশে রিলায়েন্স কমিউনিকেশনসের দেনা পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সংস্থাটির ৩০,১৪২ কোটি টাকা ক্ষতি হয়েছে। রিলায়েন্স কমিউনিকেশনসের শেয়ারের দরও নেমে গিয়েছে।