মুম্বই: আগুনের কবলে ‘কুলি নাম্বার ওয়ান’ – এর সেট। মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লাগে গোরেগাঁওয়ের ফিল্মিস্তান স্টুডিওয়। সূত্রের খবর, রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। সে-সময় সেটে খুব বেশি কলাকুশলী না থাকায় বড় ক্ষতি এড়ানো গেছে। এখনও পর্যন্ত প্রাণহানির ঘটনা ঘটেনি।
আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। তাদের দ্রুত প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। সূত্রের খবর, ১৫ জন মতো সেইসময় সেটে উপস্থিত ছিলেন।
১৯৯৫ সালে গোবিন্দা ও করিশ্মা কপূর অভিনীত ‘কুলি নাম্বার ওয়ান’ একসময় যথেষ্ট জনপ্রিয় হয়। এখন সেই ছবির রিমেকেই কাজ করছেন বরুণ ধবন ও সারা আলি খান।
‘কুলি নাম্বার ওয়ান’ – এর সেটে আগুন, হতাহতের খবর নেই
Web Desk, ABP Ananda
Updated at:
11 Sep 2019 11:11 AM (IST)
মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লাগে গোরেগাঁওয়ের ফিল্মিস্তান স্টুডিওয়। সূত্রের খবর, রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। সে-সময় সেটে খুব বেশি কলাকুশলী না থাকায় বড় ক্ষতি এড়ানো গেছে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -