‘জিরো’ দেখে মুগ্ধ মালালা ইউসুফজাই, দেখা করার ইচ্ছাপ্রকাশ কিং খানের সঙ্গে
Web Desk, ABP Ananda | 22 Dec 2018 05:35 PM (IST)
মুম্বই: প্রথমদিনই সারা দেশে কুড়ি কোটির বেশি ব্যবসা করেছে শাহরুখের ‘জিরো’। ছবিতে এক বামনের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। তা দেখে আপ্লুত কিং খানের ফ্যানরা। সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে শুভেচ্ছায়। কিন্তু তার মধ্যে শাহরুখের এক স্পেশ্যাল ফ্যানের ভিডিও মেসেজ এক কথায় ভাইরাল। বাদশাহর ছবি প্রথমদিনই দেখে ফেলেছেন তাঁর নোবেলজয়ী ভক্ত মালালা ইউসুফজাই। সপরিবার শাহরুখের ‘জিরো’ দেখে উচ্ছ্বসিত মালালা। তিনি জানিয়েছেন,‘জিরো’ দেখে তিনি ও তাঁর পরিবারের সকলে খুব খুশি। সঙ্গে সুপারস্টারের কাছে মালালার আবদার, তিনি যেন একবার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসেন ও তাঁর সঙ্গে দেখা করেন। এর আগেও কিং খানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন এই নোবেলজয়ী কন্যা।