ট্রেন্ডিং

কোটি কোটি টাকা দিয়ে মুম্বইতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন তাপসী! রয়েছে কী কী সুবিধা?

আকাশছোঁয়া পারিশ্রমিক চাওয়াই কাল? শ্রদ্ধা কপূরের হাতছাড়া হল বড় পরিচালকের সিনেমা

'ও ভীষণ কেয়ারিং', প্রেমের গুঞ্জনের মধ্যেই চাহালকে দরাজ সার্টিফিকেট মাহভাশের

বিবাহিত হয়েও ডেটিং অ্যাপে মহিলাদের সঙ্গে দেদার চ্যাটিং! ফাঁস এই সঙ্গীতশিল্পীর বিতর্কিত কাজকর্ম

কন্নড় ভাষাকে অপমান করে বিপাকে, এবার বয়ান রেকর্ড করতে সোনু নিগমের বাড়িতে পৌঁছল পুলিশ
শুনতে হয়েছে, 'মুরগীর ঠ্যাং', 'দেশলাইয়ের বাক্স'... তারপরে সার্জারি করে নিজেকে আকর্ষণীয় করে তুলেছেন অনন্যা?
‘জিরো’ দেখে মুগ্ধ মালালা ইউসুফজাই, দেখা করার ইচ্ছাপ্রকাশ কিং খানের সঙ্গে
Continues below advertisement

মুম্বই: প্রথমদিনই সারা দেশে কুড়ি কোটির বেশি ব্যবসা করেছে শাহরুখের ‘জিরো’। ছবিতে এক বামনের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। তা দেখে আপ্লুত কিং খানের ফ্যানরা। সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে শুভেচ্ছায়। কিন্তু তার মধ্যে শাহরুখের এক স্পেশ্যাল ফ্যানের ভিডিও মেসেজ এক কথায় ভাইরাল। বাদশাহর ছবি প্রথমদিনই দেখে ফেলেছেন তাঁর নোবেলজয়ী ভক্ত মালালা ইউসুফজাই। সপরিবার শাহরুখের ‘জিরো’ দেখে উচ্ছ্বসিত মালালা। তিনি জানিয়েছেন,‘জিরো’ দেখে তিনি ও তাঁর পরিবারের সকলে খুব খুশি। সঙ্গে সুপারস্টারের কাছে মালালার আবদার, তিনি যেন একবার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসেন ও তাঁর সঙ্গে দেখা করেন। এর আগেও কিং খানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন এই নোবেলজয়ী কন্যা।
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে