নয়াদিল্লি: বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)। 'আরকে' (Rk/RKay) ছবির প্রচারে এসে এবার মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। মল্লিকার কথায়, মিডিয়া চিরকালই তাঁকে কেমন দেখতে, তাঁর রূপ, ঝলক নিয়েই চর্চা করেছে। কখনও তাঁর অভিনয় বা চরিত্রের ব্যাপারে কথা বলেনি। কথায় কথায় নিজের ২০০৪ সালে মুক্তি পাওয়া ছবি 'মার্ডার'-এর (Murder) সঙ্গে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) 'গহেরাইয়াঁ'র (Gehraiyaan) তুলনা টানলেন তিনি।
দীপিকার 'গহেরাইয়াঁ'র সঙ্গে মল্লিকার 'মার্ডার' ছবির তুলনা
নিজের আগামী ছবির প্রচারে এসে অভিনেত্রী বলেন যে দীপিকা এতদিনে এসে পর্দায় যা করছেন, সেরকম কাজ ১৫ বছর আগেই মল্লিকা করে ফেলেছেন।
শকুন বাত্রা পরিচালিত, দীপিকার এই ছবি সমসাময়িক মানুষের মানসিক ও সম্পর্কের জটিলতার গল্প বলে। ছবিতে অনন্যা পাণ্ডে ও নাসিরউদ্দিন শাহকেও দেখা যায়। অন্যদিকে অনুরাগ বসু পরিচালিত মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাশমি অভিনীত 'মার্ডার' তার ঘনিষ্ঠ দৃশ্যের জন্যে বেশ চর্চিত হয়েছিল।
এদিন ছবির প্রচারে মল্লিকাকে জিজ্ঞেস করা হয় গত কয়েক বছরে ইন্ডাস্ট্রিতে কী কী বদল দেখেছেন তিনি। অকপট জবাবে মল্লিকা বলেন, 'আগের ছবিগুলিতে নায়িকা খুব ভাল, সতী-সাবিত্রীর মতো হত। তারা এতই সাদাসিধে হত যে কিছুই বুঝত না। অথবা তাদের একেবারে চরিত্রহীনা হিসেবে দেখানো হত। মাত্র এই দুই ধরণের চরিত্রই লেখা হত নায়িকাদের জন্য। এখন যে বদলটা দেখা যায়, তা হল ছবিতে মহিলাদেরও মানুষ হিসেবে দেখায়। সে খুশি হতে পারে বা দুঃখী। সে ভুল করতে পারে, হোঁচট খেতে পারে এবং সেইসব সত্ত্বেও তাকে আমরা ভালবাসি। এখন অভিনেত্রীরা তাদের শারীরিক গঠন নিয়েও এখন অনেক বেশি স্বচ্ছন্দ।'
এই প্রসঙ্গে অভিনেত্রী আরও জানান যে তাঁকে 'মার্ডার' ছবির জন্য মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছিল। তাঁর 'বোল্ড' চরিত্রের জন্য তাঁকে নিয়ে কাটাছেঁড়া হয়েছিল বিস্তর। মল্লিকা বলেন, 'আমি যখন "মার্ডার" করেছিলাম তখন চারিদিকে ঝড় বয়ে গিয়েছিল। চুম্বন দৃশ্য ও বিকিনি পরা নিয়ে লোকজন যা পেরেছিলেন বলেছিলেন। 'গহেরাইয়াঁ' ছবিতে দীপিকা পাড়ুকোন যা করেছেন, আমি সেটাই ১৫ বছর আগে করেছিলাম কিন্তু মানুষ তখন অত্যন্ত সংকীর্ণ মনের ছিলেন। ইন্ডাস্ট্রি ও মিডিয়ার একাংশ আমাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছিল। তারা কেবল আমার শরীর ও গ্ল্যামার নিয়েই কথা বলছিল, অভিনয়ের বিষয়ে কিছুই বলেনি। আমি 'দশাবতরম', 'পেয়ার কে সাইড এফেক্টস', 'ওয়েলকাম' করেছি কিন্তু কেউ আমার অভিনয় নিয়ে কোনও কথা বলেনি।'
প্রসঙ্গত, ২২ জুলাই মুক্তি পাচ্ছে মল্লিকা শেরাওয়াতের 'আরকে'।