সোশাল মিডিয়ায় মল্লিকার এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিও থেকে স্পষ্ট, সিনেমা থেকে দূরে থাকলেও প্রচারের আলো থেকে দূরে নেই মল্লিকা।
সিনেমা না করলেও সোশাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন মল্লিকা। ইনস্টাগ্রামে নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবন সম্পর্কে অনুরাগীদের মাঝেমধ্যেই জানান তিনি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলে বোঝা যায়, তিনি পরিবারের সঙ্গে এখন সময় কাটাচ্ছেন। মাঝেমধ্যে বিজ্ঞাপনের শ্যুটিং করতেও দেখা যায় তাঁকে।
মল্লিকা বেশিরভাগ সময়টাই কাটান ভাগনের সঙ্গে। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাগ্নের সঙ্গে ছবি ও ভিডিও প্রচুর পরিমাণে রয়েছে।