অতসী মুখোপাধ্যায়, কলকাতা: শ্যুটিং নয়। এবার বাস্তব জীবনেই বিয়ের পিঁড়িতে তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। দক্ষিণ কলকাতার এক রিসর্টে বিয়ের অনুষ্ঠানের জমকালো আয়োজন। ধারাবাহিক কৃষ্ণকলিতে নিখিলের চরিত্রে নীল আর খড়কুটোয় গুনগুনের চরিত্রে তৃণা, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় দুই তারকা। তাঁদের বিয়ের অনুষ্ঠানে আশীর্বাদ জানাতে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। লাল বেনারসীতে সেজেছেন তৃণা। নীলও সেজেছেন একদম বাঙালি সাজে, ধুতি-পাঞ্জাবীতে। বিয়ের অনুষ্ঠানে নিজের এন্ট্রিতেও চমক দিয়েছেন নীল। ১৪ ফেব্রুয়ারি বিয়ের রিসেপশনের আয়োজন করেছেন দুই তারকা।
টুকটুকে লাল ডিজাইনার বেনারসি, তার সঙ্গে সবুজ মানানসই ডিজাইনার ব্লাউজ। গা ভর্তি সোনার ভারী গয়নায় সেজেছেন অভিনেত্রী। নববধূর সাজে তৃণা নজর কেড়েছেন সকলেরই। মানানসই ধুতি-পাঞ্জাবি পরে নীলকেও দেখাচ্ছে দুর্দান্ত। দক্ষিণ কলকাতার এক নামী ক্লাবে বসে এই জুটির বিয়ের আসর।
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে–এর দিন তৃণা–নীলের গ্র্যান্ড রিসেপশন। বিয়ের সাজগোজ থেকে খাওয়াদাওয়াতেও বাঙালিয়ানার ছোঁয়া থাকবে বলেই জানা যাচ্ছে। কৃষ্ণকলি ধারাবাহিকের হিরো নীল, অন্যদিকে খড়কুটো ধারাবাহিকের লিডিং লেডি তৃণা। গুনগুন আর নিখিল হিসাবে আপামর বাঙালি হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাঁরা। আর তাদের বিয়ের অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে স্বভাবতই উচ্ছসিত এই কাপল।