সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সিএএ কার্যকর করা নিয়ে আরও সময় নেওয়ায় বিজেপিকে আক্রমণ করলেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ। সিএএ নিয়ে বিজেপি প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মমতাবালা ঠাকুর। যদিও বিজেপির দাবি, অমিত শাহ বাংলায় এসে সিএএ নিয়ে অবস্থান স্পষ্ট করবেন।


সিএএ কার্যকর করা নিয়ে আরও সময় নেওয়ায় বিজেপিকে আক্রমণ করলেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ। সিএএ নিয়ে বিজেপি প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মমতাবালা ঠাকুর। যদিও বিজেপির দাবি, অমিত শাহ বাংলায় এসে সিএএ নিয়ে অবস্থান স্পষ্ট করবেন।

মমতাবালা ঠাকুর, মতুয়া ঠাকুরবাড়ির সদস্য ও প্রাক্তন সাংসদ, তৃণমূল, বনগাঁ বলেন, ‘‘সিএএ-র প্রয়োজনই নেই, মতুয়াদের সঙ্গে প্রতারণা করছে, ভাঁওতা দিচ্ছে  বিজেপি ৷’’ সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার সময়সীমা বেড়েছে। বাংলায় বিধানসভা ভোটের আগে নাগরিকত্ব আইন কার্যকর যে হচ্ছে না, তা কার্যত স্পষ্ট করে দিয়েছে অমিত শাহের হাতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাই নিয়ে বঙ্গের মতুয়া মহলে তৈরি হওয়া অসন্তোষকে হাতিয়ার করে বিজেপিকে বিঁধেছেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ ও মতুয়া ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুর।

তৃণমূলের বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, ‘‘মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, মতুয়াদের জন্য উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, গাধা জল খায় গুলিয়ে গুলিয়ে। শান্তনু ঠাকুর এর দশা হয়েছে তাই। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মতুয়া কার্ড দিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ। তদন্ত হোক ৷ ’’

পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। বিজেপির বনগাঁর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল জানান, ‘‘বিজেপি ভাঁওতা দেয় না, অমিত শাহ আসছেন, তাই ওদের মাথা খারাপ হয়েছে, ভুলভাল বকছে, প্রতারণার অভিযোগে শান্তনুর স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে ৷’’

দিল্লি বিস্ফোরণের জেরে গত সপ্তাহে অমিত শাহের ঠাকুরনগরে আসা পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মতুয়ারা। সিএএ কার্যকর করা নিয়ে দলের মনোভাবে তিনি যে খুশি নন, তা বারবার বুঝিয়ে দিয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ তথা মতুয়া ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরও।

মতুয়া ঠাকুরবাড়ির সদস্য ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এর আগে জানিয়েছিলেন, গত লোকসভা ভোটের প্রচারে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলে ডিভিডেন্ড পায় বিজেপি। বনগাঁ-রানাঘাটের মতো মতুয়া অধ্যুষিত আসনও তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় গেরুয়া শিবির ৷

প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের ১০২টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব আছে। যার মধ্যে সরাসরি ৩১টি আসনের নিয়ন্ত্রক তাঁরাই। ঠাকুরনগরে অমিত শাহর জন্য তৈরি সভামঞ্চ এখনও ভাঙা হয়নি। মতুয়া ক্ষোভ সামাল দিতে আগামী সপ্তাহে বনগাঁয় আসার কথা আছে অমিত শাহের। এই প্রেক্ষিতে সিএএ-র টালবাহানা নিয়ে মতুয়াদের ক্ষোভকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল।