কলকাতা : প্রয়াত সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) । বয়স হয়েছিল ৯২ বছর।  করোনা আক্রান্ত হওয়ায় গত ৮ জানুয়ারি তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত হন নবতিপর শিল্পী। কিংবদন্তির প্রয়ানে ট্যুইটারেই শোক জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর, এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে (Suman De) -কে দেওয়া প্রতিক্রিয়ায় মঙ্গেশকরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি সোমবার রাজ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন।


তিনি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান, ২০১১ সালে  বিপুল জয়ের পর লতা মঙ্গেশকর উপহার পাঠিয়েছিলেন তাঁকে, জানিয়েছিলেন শুভেচ্ছা।  সুরসম্রাজ্ঞীর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ' ৮ দশক ধরে আমাদের মুগ্ধ করে রেখেছিলেন লতাজী। বাংলা সঙ্গীত জগতকে তিনি সমৃদ্ধ করেছিলেন।'  বরাবর লতা মঙ্গেশকরের খুবই অনুরাগী মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাংলা ছায়াছবির স্বর্ণযুগকে আরও উজ্জ্বল করে তোলে লতা মঙ্গেশকরের গান। সারা জীবনে পেয়েছেন ভারতরত্ন সহ নানা পুরস্কার। তবে সবথেকে বড় পুরস্কার হল মানুষের অকুণ্ঠ ভালবাসা। 


আরও পড়ুন:


ক্রিকেট অনুরাগ থেকে অভিনয়, কেন করলেন না সংসার, লতার নানা কথা ছবিতে


তিনি আরও বলেন, ২-৩ বছর আগে রাজ্য সরকার চেয়েছিল বাংলার শ্রেষ্ঠ সম্মানে তাঁকে ভূষিত করতে। কিন্তু তিনি অসুস্থ থাকায় তা হয়ে ওঠেনি। তিনি তা জানতে পেরে ফোনও করেন মুখ্যমন্ত্রীকে। তিনি জানান, বাংলার এই উদ্যোগে তিনি খুব খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওঁর দেওয়া মা কালীর লকেট সযত্নে রেখেছেন মুখ্যমন্ত্রী।


এছাড়াও তিনি জানান, আগামীকাল রাজ্যেও অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ দিন রাজ্যে বাজবে লতা মঙ্গেশকরের গান। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কেও নিয়মিত খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এখন স্থিতিশীল আছেন তিনি, কোভিড নেগেটিভ হয়েছেন, তবে এখনও সঙ্কটের বাইরে নন তিনি, জানালেন মমতা ।


লতা মঙ্গেশকরের প্রয়াণে ট্যুইটারেও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ট্যুইট, ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই গ্রহের তাঁর সমস্ত ভক্ত ও অনুরাগীদের মতো আমিও তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম। বাংলা ও পূর্ব ভারতকে শুধু মনে জায়গা দেওয়াই নয়, নিজের অসাধারণ সঙ্গীত জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলায় আমি তাঁর কাছে কৃতজ্ঞ। ট্যুইটে লেখেন মুখ্যমন্ত্রী।

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।