কলকাতা: হাসপাতালের নীল চাদরে ঢাকা বিছানার বসে তিনি গেয়ে চলেছেন, 'আমি বাংলায় গান গাই...'। পরণে হাসপাতালে পোশাক, চোখে চশমা। আর উল্টোদিকে বসে, সেই গান শুনছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের মুখ্যমন্ত্রী। একটু ভাল করে দেখলেই চেনা যাবে, গায়ক মানুষটিকে। তিনি প্রখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় (Pratul Mukherjee)।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। সরকারি হাসপাতাল, এসএসকেএম-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজ তাঁর সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর সঙ্গে কথা বলেন তিনি, শোনেন গানও। সোশ্যাল মিডিয়ায় সেই গানের একটি ছবি শেয়ার করে নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেখানে দেখা গেল, অসুস্থ শিল্পীকে মুখ্যমন্ত্রী বারে বারে সাবধান করছেন গান গাওয়ার সময় বেশি কষ্ট না করতে। সাবধানে থাকতে। তবে প্রতুল মুখোপাধ্যায় শিল্পী। সঙ্গীত তাঁর প্রাণ। তিনি যেন কানই দিলেন না সেই সাবধানবাণীতে।
জানা যাচ্ছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর নাক দিয়ে রক্তপাত হচ্ছিল সেই সময়ে। এরপরে, স্নায়ু এবং নাক-কান-গলার (ইএনটি) বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষা করে দেখেন। আপাতত স্থিতিশীল রয়েছেন সঙ্গীতশিল্পী। তবে এখনও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়নি তাঁকে। আপাতত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় ভর্তি রয়েছেন SSKM -এর উডবার্ন ওয়ার্ডে।
১৯৪২ সালে অবিভক্ত বাংলার বরিশালে জন্ম হয়েছিল সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের। তাঁর শৈশব অবশ্য কেটেছে হুগলি জেলার চুঁচুড়ায়। নিজেই গান লেখেন, সুর দিতেন প্রতুল। তাঁর তৈরি 'আমি বাংলায় গান গাই...' ছবিটি ভীষণভাবেই জনপ্রিয় ও সমাদৃত। আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিও শেয়ার করে লেখেন, 'আজ প্রতুলদার মুখে 'আমি বাংলায় গান গাই...' শোনার অভিজ্ঞতা ভোলবার নয়। আজ এসএসকেএম-এ গিয়ে এত অপূর্ব একটা গান শোনা আমার কাছে বিশাল একটা পাওনা। উনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ওঁর ভীষণ দ্রুত সুস্থতা কামনা করি।' এই ভিডিওতে অনেকেই মুগ্ধতা জানিয়েছেন নেটিজেনরা। অনেকে আবার সুস্থতা কামনা করেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পীর।
আরও পড়ুন: Bastar: 'দ্য কেরালা স্টোরি' পরিচালকের আগামী ছবিতে বাঙালি যোগ, আদাহর সঙ্গে থাকছেন রাইমাও
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।