কলকাতা: তাঁর সন্ন্যাস গ্রহণ করা ও মহামন্ডলেশ্বর উপাধি পাওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন বাবা রামদেব (Ram Dev)। নব্বইয়ের দশকের লাস্যময়ী অভিনেত্রীর হঠাৎ সন্ন্যাস গ্রহণ করা অবাক করেছেন অনেকেই। শুনতে হয়েছে প্রচুর কটাক্ষ। তবে এবার সেই সমস্ত কটাক্ষের জবাব দিলেন তিনি। মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। সদ্য 'আপ কি আদালত' অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী। এখনও সম্প্রচারিত হয়নি সেই শো। তবে একাধিক ক্লিপিংস প্রকাশ্যে এসেছে। আর এবার, সংবাদমাধ্যম ANI -কে দেওয়া সাক্ষাৎকারে রামদেব ও ধীরেন্দ্র শাস্ত্রীর কটাক্ষের জবাব দিলেন মমতা।

রামদেব মমতা কুলকার্নির মহামন্ডলেশ্বর হওয়াকে কটাক্ষ করে বলেছিলেন, 'বিশ্বের যাবতীয় সবকিছু ভোগ করে আচমকা সন্ন্যাসী হওয়ার ইচ্ছে হয়েছে। ভাবছেন এক দিনেই মহামণ্ডলেশ্বর তকমা পেয়ে যাবেন।' এছাড়াও রামদেব অভিযোগ আনেন, বাবা তকমা দিয়ে অনেকেই মহাকুম্ভে প্রচার পাওয়ার চেষ্টা করছেন। সেটাও তিনি মেনে নেবে না বলেই জানিয়েছেন। সনাতন ধর্ম একটা অনুভূতি, চিরন্তন সত্য, যা অস্বীকার করা যায় না। তাকে নিয়ে হেলাফেলাও করা যায় না। কুম্ভের আসল সারমর্ম হল মানবতা, দেবত্ব, সাধুত্ব তুলে ধরা।' আর এই কটাক্ষের উত্তরে মমতা বললেন, 'ওঁর মহাকাল ও মহাকালীকে ভয় পাওয়া উচিত।'

অন্যদিকে মমতাকে কটাক্ষ করেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রীও। তিনি প্রশ্ন তোলেন মমতা কুলকার্নির সন্ন্যাস নেওয়ার স্বচ্ছতা নিয়ে। এই প্রসঙ্গে প্রাক্তন অভিনেত্রী বলেন, ' ও তো এই পথে ভীষণ নতুন। ও যত বছর জন্মছে, আমি তত বছর শুধু সাধনা করেই কাটিয়েছি। সন্ন্যাস নেওয়া, কিন্নর আখাড়ায় সামিল হতে চাওয়া সবটাই আমার গুরুর নির্দেশে। আমি কিছুই করিনি। আর আমি ধীরেন্দ্র শাস্ত্রীকে গিয়ে বলব, তাঁর গুরুকে গিয়ে প্রশ্ন করুন আমি কে। তিনি নিশ্চয়ই ভাল জানবেন আমার পরিচয়।'

যদিও বর্তমানে কিন্নর আখড়া থেকে বিতাড়িতে হয়েছেন মমতা। হারিয়েছেন মহামন্ডলেশ্বর তকমাও। তাঁর সঙ্গে সঙ্গে, কিন্নর আখাড়া থেকে বিতাড়িত করা হয়েছে আচার্য মহামন্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ-ও। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কিছু না জেনেই মমতাকে কিন্নড় আখাড়ায় অন্তর্ভূক্ত করেছেন। পাশাপাশি, মমতা কুলকার্নি সদ্য এসেছিলেন আদালত' অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে এসেও একাধিক অপ্রিয় প্রশ্নের মুখে পড়েছেন মমতা। তার উত্তরও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: Udit Narayan: এই প্রথম নয়, উদিতের চুম্বনে অপ্রস্তুত হয়ে পড়েছেন অলকা, শ্রেয়াও