নয়াদিল্লি: এক সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু এখন তাঁর নাম উঠেছে মাদক মামলায়। বলিউডের প্রাক্তন ডিভা মমতা কুলকার্নির দাবি তিনি যোগিনী এবং নির্দোষ। বর্তমানে কেনিয়ার মোম্বাসাতে রয়েছেন। সেখান থেকে এক ভিডিও টেপ বার্তায় মমতা কুলকার্নি বলেছেন, আমি একজন যোগিনী। গত ২০ বছর ধরে তিনি আধ্যাত্মিক জগত নিয়েই রয়েছি। আমি নির্দোষ। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে আমি আহত।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর কাছে চিঠি লিখে মমতা কুলকার্নি তাঁকে মাদক মামলায় টেনে আনার জন্য মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে পাঠানো বার্তায় তিনি বলেছেন, আমি কখনই ভারতীয় আইনের অবমাননা করিনি। আমাকে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ও থানে পুলিশের যড়যন্ত্রের শিকার করা হচ্ছে।
সংবাদমাধ্যমের সামনে ভিডিও টেপ প্রকাশের সময় হাজির ছিলেন মমতা কুলকার্নির আইনি পরামর্শদাতা পারজেজ মেনন, নিউইয়র্কের ড্যানিয়েল আরশাক, কেনিয়ার ক্লিফ আম্বেটা, সুদীপ পাসবোলা এবং প্রাক্তন রাজ্যসভা সদস্য মজিদ মেমন।
আইনজীবীদের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই মমতা কুলকার্নিকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তাঁরা বলেন, এই মামলার এক অভিযুক্ত জয় মুখী ইতিমধ্যেই তাঁর বয়ান থেকে পিছু হঠেছেন। মেমনের দাবি, মামলার সাক্ষ্য খুবই দুর্বল এবং বিচারের পর্যায়েও যাবে না।
উল্লেখ্য, গত বছর ১৮ জুন থানে পুলিশ ২ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করার পর এই মামলায় নাম উঠে আসে মমতা কুলকার্নির। এই মামলায় অন্যতম অভিযুক্ত মমতা কুলকার্নির স্বামী তথা ব্যবসায়িক অংশীদার ভিকি গোস্বামী। থানে পুলিশ এই ঘটনায় সিবিআইয়ের দ্বারস্থ হয় এবং মমতা কুলকার্নি ও ভিকি গোস্বামীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করায়। পুলিশের দাবি, এই মাদক চক্রে মেক্সিকো ও কলম্বিয়ার মাদক পাচারকারীরাও যুক্ত।