কোচি:  বান্ধবীকে সাহায্য করতে, তাঁর স্বামীর মোবাইলে লুকিয়ে স্পাই অ্যাপ লাগিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কোচির এলামাক্কারা এলাকায়। মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় এস.অজিত নামে ওই ব্যক্তিকে।

 

সূত্রের খবর, স্বামীর মোবাইলে লুকিয়ে স্পাই অ্যাপ লাগানোর অভিযোগে গ্রেফতার করা হতে পারে স্ত্রীকেও। প্রসঙ্গত, একদিন স্বামী-স্ত্রীর ঝগড়া চলাকালে মহিলা তাঁর স্বামীর সারাদিনের সমস্ত কর্মকাণ্ড চিতকার করে বলে ফেলেন। তখনই ওই ব্যক্তি বুঝে যান, তাঁর মোবাইলে স্পাই অ্যাপ লাগানো হয়েছে। বিনা অনুমতিতে তাঁর ওপর নজরদারি এবং ব্যক্তিগত তথ্য ফাঁস, এই দুই অভিযোগে থানায় এফআইআর করেন ওই ব্যক্তি। তারপর এই একই অ্যাপের সাহায্যে এস.অজিতকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় ওই ব্যক্তির স্ত্রীও এবিষয়ে জড়িত।