স্টিভ স্মিথকে টপকে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে বিরাট
Web Desk, ABP Ananda | 05 Aug 2018 01:54 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভারতীয় দল হেরে গেলেও, দুই ইনিংসেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ১৪৯ ও দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে উঠে এলেন ভারতীয় দলের অধিনায়ক। সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ২০০১-র জুনে শেষ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সচিন তেন্ডুলকর। এছাড়া রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, সুনীল গাওস্কর, বীরেন্দ্র সহবাগ ও দিলীপ বেঙ্গসরকারও এই কৃতিত্ব অর্জন করেন। টেস্ট কেরিয়ারে এই প্রথম টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন বিরাট। তাঁর আগে শীর্ষে ছিলেন বল-বিকৃতির দায়ে নির্বাসিত হওয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। এখন তাঁর চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে গেলেন ভারতের অধিনায়ক। ৯৩৪ পয়েন্ট পেয়ে তিনি ভারতীয়দের মধ্যে সবার আগে। তাঁকে এই জায়গা ধরে রাখতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের বাকি চারটি টেস্টেও ভাল পারফরম্যান্স দেখাতে হবে।