নয়াদিল্লি: বর্তমান জীবনে আমাদের একেবারে জড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। যে কোনও খবর সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অন্যতম মাধ্যম ট্যুইটার, ফেসবুক। সম্প্রতি 'বাবা কা ধাবা'-র খবর মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কপাল ফিরেছিল আগ্রার ৯০ বছরের বৃদ্ধের। এবার সোশ্যাল মিডিয়ায় সেলিব্রাল পালসি আক্রান্ত ধূপ বিক্রেতার ছবি শেয়ার করলেন রিচা চড্ডা। অমৃতসরবাসীর কাছে করলেন সাহায্যের প্রার্থনা।

সম্প্রতি একজন ট্যুইটার ইউজার কিছু ছবি শেয়ার করেছিলেন। অমৃতসরের রাস্তায় সেলিব্রেশন মলের বাইরে ধূপ বিক্রি করছেন সেলিব্রাল পালসি আক্রান্ত একজন পঞ্জাবী। মাথায় পাগড়ি, সঙ্গী নিজের বিশেষ গাড়ি। ছবি শেয়ার করে ওই ব্যক্তি বিক্রেতার থেকে নিয়মিত ধূপ কেনার আবেদন করেন।



এই ট্যুইটটি শেয়ার করেছেন রিচা চড্ডা। লিখেছেন, অমৃতসরবাসী, 'এবার তোমাদের পালা, সবাই একসঙ্গে এসো।'



রিচার এই ট্যুইটটি ভাইরাল হয়। একাধিক ইউজার এই ট্যুইটারটি শেয়ার করে লেখেন, 'আমরা ওনাকে ক্ষুধার্ত ঘুমাতে দেব না। কেউ লেখেন, অনেকেই সাহায্য করতে এগিয়ে আসবেন। এটা একটা বড় কর্মযোগ্যে পরিণত হতে পারে।'