মুম্বই: ছোটপর্দার দুই অভিনেত্রীর দত্তক নেওয়ার পর এবার ফেসবুকে একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার কথা ঘোষণা করলেন অভিনেত্রী মন্দিরা বেদী। তবে আইন তাঁদের এই দত্তক নেওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন দম্পতি।
মন্দিরার দত্তক নেওয়ার পরিকল্পনার কথা ফেসবুকে জানিয়েছেন তাঁর স্বামী রাজ কৌশল। কিন্তু যেহেতু তাঁরা দুই থেকে চার বছরের মধ্যে শিশুকন্যা দত্তক নিতে ইচ্ছুক, সেখানে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বয়স। ভারতের দত্তক নেওয়ার ক্ষেত্রে যে আইন রয়েছে তাতে বলা হয়েছে বাবা-মায়ের মিলিত বয়স যদি ৯০-এর বেশি হয়, তাহলে তাঁরা দত্তক নিতে পারবেন না।
প্রসঙ্গত মন্দিরা আগামী ১৫ এপ্রিলই ৪৫ বছরে পা দেবেন। তবে অভিনেত্রী জানিয়েছেন, তাঁরা এবিষয় চেষ্টা শুরু করেছিলেন বেশ কয়েক বছর আগে। কিন্তু কোনওভাবেই সেটা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তাঁরা ফেসবুকে তাঁদের সমস্যা এবং ইচ্ছের কথা জানিয়েছেন, কারণ তাঁদের আশা এর মাধ্যমে হয়তো তাঁরা কোনও উপায় খুঁজে পেতে পারেন। দম্পতি জানিয়েছেন, তাঁরা এরমধ্যে বিভিন্ন মানুষের থেকে সাহায্যের নানা বার্তা পেয়েছেনও।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
দত্তক নিতে চান মন্দিরা বেদী কিন্তু বাধা হচ্ছে বয়স, ফেসবুকে সমস্যার সমাধান চাইলেন দম্পতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Mar 2017 12:08 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -