মুম্বই : একটা গানেই তোলপাড় আসমুদ্র হিমাচল। অসংখ্য নেট নাগরিক থেকে বলিউডের এমন একজন তারকাও বাকি নেই যিনি 'মানিকে মাগে হিথে' (Manike Mage Hithe) গানে ঠোঁট মেলাননি। শুধু তাই নয়। অন্যান্য গায়করাও তাঁদের নিজেদের নিজেদের মতো করে গানটিকে গেয়েছেন। বিভিন্ন ভাষায় ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে 'মানিকে মাগে হিথে'। আর এই ভাইরাল হওয়া গান গেলেই ভাইরাল সিংহলী গায়িকা ইওহানি ডিসিলভা। তিনি আগেই বলেছিলেন যে, শ্রীলঙ্কার সুন্দরী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তিনিও বলিউডে কেরিয়ার তৈরি করতে চান। বলিউডের নামীদামী সঙ্গীত পরিচালক এবং গায়কদের সঙ্গে কাজ করতে চান। যেমন বলা তেমন কাজ। ভারত সফরে এসে বলিউড ডেবিউ করেই ফেললেন ইওহানি। আর মাত্র দুদিনেই তাঁর গাওয়া প্রথম বলিউড গান লক্ষ লক্ষ দর্শক দেখে ফেললেন।


আরও পড়ুন - Sanak Movie Release Date: কবে মুক্তি পাবে রুক্মিনী মৈত্র-র প্রথম বলিউড ছবি 'সনক'?


খুব শীঘ্রই আসতে চলেছে নতুন বলিউড ছবি 'সিদ্দত'। ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি কৌশল এবং রাধিকা মদন। এই ছবিরই নারী কন্ঠে টাইটেল ট্র্যাক গেয়ে ফের মাতিয়ে দিলেন 'মানিকে মাগে হিথে' খ্যাত ইওহানি ডিসিলভা। নিজের ইউটিউব চ্যানেলে গানটি পোস্ট করেন ইওহানি। আর তারপর মাত্র দু দিনেই প্রায় ৩ মিলিয়ন ভিউ ছুঁয়ে ফেলল গানটি। 



আরও পড়ুন - Manike Mage Hithe: গান ভাইরাল, কিন্তু 'মানিকে মাগে হিথে' কথার মানে কী?


প্রসঙ্গত, এই মুহূর্তে ভারত সফরে এসেছেন 'মানিকে মাগে হিথে' খ্যাত গায়িকা ইওহানি। আজ এবং আগামী কয়েকদিন মিলিয়ে দেশে বেশ কয়েকটি লাইভ কনসার্ট রয়েছে তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইওহানি জানিয়েছেন যে, তাঁর গাওয়া গান যে সমস্ত বাধা পেরিয়ে এত সাফল্য পাবে, অন্যান্য দেশের মানুষরাও পছন্দ করবেন, তা তিনি ভাবতেই পারেননি। শুধু তাই নয়, ইওহানির দাবি, তাঁর গাওয়া 'মানিকে মাগে হিথে'ই প্রথম শ্রীলঙ্কার কোনও গান, যা এত হিট করেছে। এর সঙ্গে গায়িকা এমনটাও জানিয়েছেন যে, তিনি কারও কাছেই মূলত গান শেখেননি। বাড়িতে মা-বাবার কাছে এবং ইউটিউব দেখেই তিনি গানও শেখে এবং গিটার বাজানোও শেখেন।