নয়াদিল্লি: অলিম্পিক্সে ইতিহাস গড়েছে ভারতীয় পুরুষ হকি দল। ৪১ বছর পর জিতেছে পদক। তার পরই হকিকে বিদায় জানালেন জাতীয় দলের তারকা রূপিন্দর পাল সিংহ (Rupinder Pal Singh)।


অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ জিতেছিল পুরুষ হকি দল। ৪১ বছর পর অলিম্পিক্স হকিতে পদক পেয়েছিল ভারতের। ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানিকে হারায় ৫-৪ গোলে। সেই ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় ভারত। জোড়া গোল করেন সিমরনজিৎ। সেই ম্যাচে একটি করে গোল করেছিলেন হার্দিক সিংহ, রূপিন্দর পাল সিংহ ও হরমনপ্রীত।


বৃহস্পতিবার রূপিন্দর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর অবসর ঘোষণা করেন।



৪১ বছর পর অলিম্পিক গেমস থেকে পদক জিতে ফিরেছে ভারত। জার্মানির বিরুদ্ধে পিছিয়ে থাকা ম্যাচ জিতে টোকিও গেমস থেকে ব্রোঞ্জ অর্জন করতে সক্ষম হন মনপ্রীত সিংহরা। ৯ গোলের হাড্ডাহাড্ডি ম্যাচে পাঁচ বার বল জালে জড়াতে সক্ষম হয় মেন ইন ব্লু। ৪ গোল করেও ম্যাচে ফিরতে পারেনি জার্মানি। ২ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ঐতিহাসিক জয় হাসিল করা ভারতীয় হকি দলকে কুর্নিশ করেছিল গোটা দেশ। ইতিহাস ছুঁতে পেরে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন মনপ্রীত সিংহরা। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রূপিন্দরের।


টোকিও অলিম্পিক্সের আগে ১৯৮০ সালে অলিম্পিক্স থেকে শেষবার পদক জিতেছিল ভারত। সেবার সোনা এসেছিল ঘরে। ১৯৭২ সালের অলিম্পিক্সে শেষবার ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। টোকিও অলিম্পিক্সে ইতিহাস রচনা করে মাঠেই কেঁদে ফেলেছিলেন ভারতীয় হকি তারকারা। ৪৯ বছর পর অলিম্পিক্স হকির সেমিফাইনালে পৌঁছে আগেই ইতিহাস রচনা করেছিল ভারত। বেলজিয়ামের বিরুদ্ধে শেষ চারের মোকাবিলা হেরে গেলেও অবশেষে তৃতীয় স্থানে থেকে টোকিও অভিযান শেষ করেন রূপিন্দররা।


রূপিন্দর ট্যুইটারে লিখেছেন, 'টোকিওতে আমার দীর্ঘদিনের সতীর্থদের সঙ্গে পোডিয়ামে দাঁড়ানোটা ছিল দুর্দান্ত এক অভিজ্ঞতা। আজীবন মনে রেখে দেব এই স্মৃতি'।