কলকাতা: তাঁকে মায়ানগরী 'বাদশা' বলে জানে। মন্নতের সামনে তাঁর একটা ঝলক পাওয়ার জন্য ভিড় জমে হাজার হাজার মানুষের। কিন্তু সহজ ছিল না তাঁর এই রাস্তাটা। শাহরুখ খান (Shah Rukh Khan)-এর কিং খান (King Khan) হয়ে ওঠার সফরটা যাঁরা খুব কাছ থেকে দেখেছেন, তাঁদের মনে শাহরুখের জন্য রয়েছে শ্রদ্ধা ও ভালবাসা। 


সম্প্রতি শাহরুখকে নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। সামনেই মুক্তি পাবে মনোজের নতুন ছবি, 'সির্ফ এক বান্দা কাফি হ্যায়' (Sirf Ek Bandaa Kaafi Hai)। আর সেই ছবির সাক্ষাৎকারে এসেই মনোজের মুখে শাহরুখের প্রশংসা। তিনি বলছেন, 'শাহরুখকে বর্তমান অবস্থায় দেখে, সাফল্য পেতে দেখে আমার ভীষণ আনন্দ হয়। ও নিজের নিজের পৃথিবীটা তৈরি করেছে। মাত্র ২৬ বছর বয়সে, নিজের পরিবার থেকে শুরু করে সমস্ত হারিয়েছিলেন শাহরুখ। কিন্তু সেই পর্যায় থেকে ও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা প্রশংসার যোগ্য। শাহরুখ যে সুখ্যাতি, যশ অর্জন করেছে, ও তারই যোগ্য।'


এখানেই শেষ করেননি মনোজ। তিনি বলেন, ' আমি শাহরুখের সেই সমস্ত ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন, যে ওকে কষ্ট করতে দেখেছি। আর ঠিক সেই কারণেই, ওকে শ্রদ্ধা করি আমি। শাহরুখের সাফল্য নিয়ে আমার কোনও তিক্ততা নেি, খারাপ লাগা নেই। বরং শাহরুখকে নিয়ে আমার গর্বই হয়।' প্রসঙ্গত, 'বীর-জ়ারা' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ ও মনোজকে।


আরব সাগরের তীরে প্রাসাদোপম অট্টালিকা তাঁর। বিশ্বের ধনীতম তারকাদের মধ্যে পড়েন। কিন্তু মোটেই রুপোর চামচ মুখে নিয়ে জন্মাননি বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান (Shah Rukh Khan)। রীতিমতো লড়াই করে মায়ানগরীতে রাজপাট স্থাপন করতে হয়েছে তাঁকে। অভিনেতা হিসেবে নাম হওয়ার পরও বাসের মেঝেতে শুয়েছেন দিনের পর দিন।পরিচালক তিগমাংশু ধুলিয়া (Tigmanshu Dhulia) শাহরুখ খানকে নিয়ে এই খোলসা করেছেন।  ‘দিল সে’ ছবিতে পরিচালক মণি রত্নমের সঙ্গে চিত্রনাট্য লেখার কাজ করেছেন তিগমাংশু। এমনকি ছবির সংলাপ তাঁরই লেখা। সেই সময়ও যথেষ্ট নাম করেছেন শাহরুখ। কিন্তু তার পরও বাসের মেঝেতে শুয়ে থাকতে দ্বিধা করেননি বলে জানিয়েছেন তিগমাংশু।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে  স্মৃতিচারণ করতে গিয়ে বিষয়টির উল্লেখ করেন তিগমাংশু। তিনি জানান, ‘দিল সে’ করার সময় মহাতারকা হয়ে গিয়েছেন শাহরুখ। মণিরত্নম যে আউটডোরে যান, যখন তখন সিদ্ধান্ত বদল করেন, তা জানতেন তিনি। সেই সময় শ্যুটিংয়ের ফাঁকে মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টা সময় পাওয়া যেত। তড়িঘড়ি খাওয়া শেষ করে নিতেন শাহরুখ, যাতে একটু ঘুমিয়ে নিতে পারেন। কিন্তু তারকা-সুলভ আয়োজনে সময় নষ্ট হতে পারে। তাই বাসের মেঝেতেই শুয়ে পড়তেন। ঘুমিয়ে নিতেন কিছুক্ষণ।


আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?


আরও পড়ুন: Natural Sweetener: চিনির পরিবর্ত হিসেবে খাবারে যোগ করতে পারেন এইসব 'ন্যাচারাল সুইটনার'