মুম্বই: আজ জাতীয় শিশুকন্যা দিবস (National Girl Child Day)। আজকের এই বিশেষ দিনেই প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার (Manushi Chhillar) লঞ্চ করলেন তাঁর সোশ্যাল মিডিয়ার চ্যাট সিরিজ। অনুষ্ঠানের নাম 'লিমিটলেস' (Limitless)। এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন অনুপ্রেরণামূলক নারীরা উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে আলোচনায় বসবেন মানুষী।


খুবই অল্প বয়সে জনপ্রিয়তা পেয়েছেন মানুষী। বিশ্বসুন্দরীর তকমাও মিলেছে। তাঁর সঙ্গে ভারতের অন্যান্য প্রভাবশালী বা অনুপ্রেরণা মূলক নারীদের গল্প তুলে ধরতে চলেছেন তিনি। কীভাবে সেই সকল নারীরা লিঙ্গ বৈষম্যতার ঊর্ধ্বে উঠেছেন, জানা যাবে সেই গল্পও। 


এই শোয়ের ব্যাপারে মানুষী বলেন, 'বড় হওয়ার সময় এবং এখনও আমি এমন সেই সকল মহিলাদের দেখে অবাক হই যাঁরা নিরন্তর সেই সূক্ষ্ম রেখাটাকে ভাঙার চেষ্টা করে চলেছেন। অন্যান্য মহিলাদের বড় স্বপ্ন দেখতে শেখান তাঁরা। আমি সবসময়ই এমন একটা ডিজিট্যাল অনুষ্ঠানের কথা ভেবেছি যেখানে আমি সেই সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলতে পারব এবং তাঁদের জীবন সম্পর্কে, কীভাবে তাঁদের মস্তিষ্ক কাজ করে, তাঁরা কী থেকে অনুপ্রাণিত হন, এই সব জানতে পারব।'


অনুষ্ঠানের প্রথম পর্বে কোন অতিথি থাকবেন? মানুষী নিজেই জানালেন নাম। কুস্তিগীর গীতা ফোগত (Geeta Phogat)। তিনি বলেন, 'জাতীয় শিশুকন্যা দিবসের থেকে ভাল আর কোনদিনই বা হতে পারে এই অনুষ্ঠানের সূচনার জন্য।' গীতা ফোগতের সঙ্গে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। 'আমরা দুই জনেই একই রাজ্য থেকে এসেছি। মহিলারা যে দুর্দান্ত সমস্ত জিনিস ঘটানোর ক্ষমতা রাখে সেটা উনি শিখিয়েছেন।'


 






অনুষ্ঠানের নাম 'লিমিটলেস' অর্থাৎ সীমাহীন। কেন এমন নাম? মানুষী বলেন, 'এই গোটা প্রজেক্টটার মূল উদ্দেশ্য সীমাহীন হওয়া - মহিলা হওয়ায় যে অসীম সম্ভাবনা লুকিয়ে থাকে সেগুলো উদযাপিত হবে।' তাঁর কথায় প্রত্যেক শিশুকন্যার মধ্যেই অপরিসীম সম্ভাবনা থাকে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার। কেবলমাত্র তাঁদের সঠিক সাহায্যের হাত ও সঠিক পরিবেশের প্রয়োজন পড়ে। 


আরও পড়ুন: Baba, Baby O: 'বাবা, বেবি ও...' ছবির ট্রেলার দেখে আপ্লুত বিদ্যা বালান, যীশুর জন্য পাঠালেন 'অনেক আদর'