মুম্বই: ইতিমধ্যেই জানা গিয়েছে, আগামী ১০ জুন সারা দেশে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'পৃথ্বীরাজ' (Prithviraj)। এই ছবিতে পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার। তিনি এই ছবিতে অভিনয় করছেন রাজকুমারী সংযুক্তার ভূমিকায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মানুষী চিল্লার জানালেন যে, এই ছবিতে অভিনয় করতে তাঁকে কতটা কঠোর পরিশ্রম করতে হয়েছে।


সম্প্রতি এক সাক্ষাৎকারে মানুষী চিল্লার (Manushi Chillar) বলেন, 'অবশেষে আমরা জানতে পেরেছি যে কবে সিনেমা হলে 'পৃথ্বীরাজ' মুক্তি পাবে। খুবই উত্তেজিত আমরা সকলে। আমি খুবই ভাগ্যবান যে কেরিয়ারের প্রথম ছবিতেই এমন সুযোগ পেয়েছি। আশা করছি আমি এই সুযোগের প্রতি যথার্থ সুবিচার করতে পেরেছি। বাকিটা তো দর্শক জানাবেন।'


আরও পড়ুন - Bollywood Celebrity Update: কেন লতা মঙ্গেশকরের শেষকৃত্যে ছিলেন না ধর্মেন্দ্র? জানা গেল আসল কারণ


তিনি আরও বলেন, 'রাজকুমারী সংযুক্তার চরিত্রে অভিনয় করার জন্য আমি খুবই পরিশ্রম করেছি। এমন চরিত্রে অভিনয় করার জন্য আমার উপর অনেক বড় দায়িত্ব ছিল। এটা ভেবেই রোমাঞ্চ অনুভব করছি যে, এই ছবিতে আমার লুক দেখে দর্শক উত্তেজনা প্রকাশ করেছেন। আশা করছি আমার অভিনয়ও দর্শকের ভালো লাগবে। আর সেটাই হবে আমার সবথেকে বড় পরীক্ষা।'


প্রসঙ্গত, 'পৃথ্বীরাজ' ছবিতে অক্ষয় কুমার এবং মানুষী চিল্লার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত, সোনু সুদ, আশুতোষ রানা, সাক্ষী তনওয়ার, অজয় চক্রবর্তী প্রমূখ অভিনেতাকে। এই ছবির অফিশিয়াল মোশন পোস্টার মুক্তি পায় ২০১৯ সালের সেপ্টেম্বরে। শোনা যায় ২০২০-র দিপাবলীতে মুক্তি পাবে এই ছবি। কিন্তু করোনা পরিস্থিতিতে বেশ কিছুদিন বন্ধ ছিল ছবির শ্যুটিং। করোনা পরিস্থিতি কাটিয়ে ছবির শ্যুটিং শুরু হয়। আর সেই কারণেই 'পৃথ্বীরাজ' ছবির মুক্তি পেতে এত দেরি হচ্ছে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।