ছবিতে রানি মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে একমনে প্রণাম করতে। কালো-সাদা পোশাকে রানি অনুরাগীদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। প্রার্থনা জানানোর পর নারী নির্যাতনের বিরুদ্ধে এক আলোচনাসভায় যোগ দেন রানি।
২০১৪য় মুক্তি পায় রানির ‘মর্দানি’। সাহসী পুলিশ অফিসারের চরিত্রে নারী পাচারকারীদের বিরুদ্ধে লড়তে দেখা যায় তাঁকে। তারপর থেকেই অফিসার শিবানী শিবাজী রায়কে ফের একবার পর্দায় দেখার ছিলেন সিনেপ্রেমীরা।