নয়াদিল্লি: অনুভব সিনহার (Anubhav Sinha) প্রযোজনা সংস্থা 'বেনারস মিডিয়া'র (Benaras Media) নতুন প্রজেক্ট 'মিডল ক্লাস লভ'-এর (Middle Class Love) ট্রেলার (trailer) এল প্রকাশ্যে। রত্না সিনহার পরিচালনায় এই ছবির সঙ্গে তিন নতুন মুখ আত্মপ্রকাশ করছে বলিউডে (Bollywood)। 


'মিডল ক্লাস লভ' ট্রেলার


এই ছবিতে দেখা যাবে 'মাসকা' অভিনেতা প্রীত কামানি (Prit Kamani), ইশা সিংহ (Eisha Singh) ও কাব্যা থাপরকে (Kavya Thapar)। সেই সঙ্গে মনোজ পাওয়াকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।


ট্রেলার শুরু হয় নেপথ্যে কণ্ঠ দিয়ে। বলতে শোনা যায়, প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন মহিলা থাকেন আর প্রত্যেক মধ্যবিত্ত পুরুষের পিছনে সবসময়ে তাঁর ছেলে থাকে যাঁকে সবসময়ে কম টাকা খরচ করার পরামর্শ দেওয়া হয়। ট্রেলারে জুতো হাতে ছেলেকে বেশি খরচের জন্য বকতে দেখা যাচ্ছে মনোজ পাওয়াকে।


ট্রেলারেই স্পষ্ট এই মধ্যবিত্ত পরিবার ও মানসিকতা থেকে পালাতে চায় ছবির নায়ক। তার লক্ষ্য এক ধনী মেয়েকে ডেট করা। কিন্তু সেই মেয়ের শর্তেই বাঁধল যত গোল। 


এদিন ট্রেলার পোস্ট করে অনুভব সিনহা লেখেন, 'এই নাও... আমাদের মতো নবাগতরা। ওঁদের ভালবাসা দাও। মধ্যবিত্ত হওয়া এবং প্রেমে পড়া- এই দুটো জিনিস কি কখনও এক হতে পারবে?'


 






এর আগে অনুভব সিনহা এই প্রজেক্ট সম্পর্কে বলেন, 'আমাদের অস্তিত্বের সঙ্গে প্রচণ্ডভাবে জড়িত গল্প বলাই আমাদের উদ্দেশ্য। এই গল্পগুলির জন্য একটি প্ল্যাটফর্ম দেওয়াও অত্যাবশ্যক, যাতে সেখানে থাকা সেরা প্রতিভাগুলিকে ফুটিয়ে তোলা যায়।'


তিনি আরও বলেন, 'আমি গর্বিত যে আমি এমন ট্যালেন্টেড, কর্তব্যপরায়ণ ও পরিশ্রমী অভিনেতাদের লঞ্চ করতে পারছি যাঁদের এই ইন্ডাস্ট্রির সঙ্গে কোনও যোগাযোগ নেই। তাঁদের এমন জায়গা দিচ্ছি যেখানে নিজেদের ট্যালেন্ট দেখাতে পারবে।'


আরও পড়ুন: Sadia Khateeb Exclusive: সুযোগ পেলে ডায়না বা মধুবালার চরিত্রে অভিনয় করতে চাই: সাদিয়া


'শাদি মে জরুর আনা' পরিচালক রত্না সিনহা বলেন, 'এটা এক মধ্যবিত্ত ছেলের পরিণত বয়সে পদার্পণের গল্প। তার যৌবনের আগমনের জন্য প্রেম-আকর্ষণ, উপলব্ধি, অনুভূতি, আবেগের অনেকগুলি ধাপ অতিক্রম করার একটি প্রক্রিয়া প্রয়োজন। এই গল্পের জন্য নতুন ট্যালেন্টের দরকার ছিল এবং এই ট্যালেন্টেড শিল্পীদের আমার ছবিতে সুযোগ দিতে পেরে আমি আনন্দিত।' 'মিডল ক্লাস লভ' মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর।