কলকাতা: ১৭ বছর পরে মামলায় ইতি মিকা সিংহ (Mika Singh) ও রাখী সবন্তের (Rakhi Sawant)। এই দুই তারকার চুম্বনকাণ্ডের মামলা বৃহস্পতিবার বাতিল বলে ঘোষণা করল বোম্বে হাইকোর্ট। ২০০৬ সালে দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে দায়ের করা হয়েছিল এই মামলা। ১৭ বচরে দুই তারকার মধ্যে সম্পর্ক ও পরিস্থিতি দুইই বদলেছে। আর তাই, এই মামলাকে আজ বাতিল বলে ঘোষণা করল আদালত।
সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, এই মামলায় রাখী সবন্তের কনসেন্ট গ্রহণ করেছে আদালত। ১৭ বছরে অনেক জল গড়িয়ে গিয়েছে। মিকা ও রাখীর দাবি, তাঁরা একে অপরের সঙ্গে মিটমাট করে নিয়েছেন। আজ বিচারক এএসগডকরি ও বিচারক এসজি ডিগে (A S Gadkari and S G Dige)-র বেঞ্চ এই মামলায় দায়ের হওয়া এফআইআর ও চার্জশীট বাতিল বলে ঘোষণা করেছেন।
ঠিক কী ঘটেছিল? ২০০৬ সালে মিকা সিংহের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলে রাখি। কেক কেটে যথারীতি উদযাপন চলছিল। হঠাৎ রাখীর কেক মাখিয়ে দেওয়ার উত্তরে এক কাণ্ড করেন মিকা। হঠাৎ ঠোঁটে চুম্বন করে বসেন রাখীর। এই ঘটনায় হতচকিত রাখী কোনও প্রতিক্রিয়াই দিতে পারেননি। পরবর্তীকালে এই ঘটনার প্রতিবাদে রাখী আইনি ব্যবস্থা নিলেও তা বেশি দূর এগোয়নি। মিকার দাবি, তাঁর বিরুদ্ধে একটি চার্জশিট ফাইল হলেও তা নিয়ে আর কোনও মামলার অগ্রগতি হয়নি। এমনকি যে এফআইআর ফাইল হয়েছিল, তাও হারিয়ে গিয়েছে বলে জানানো হয়েছে আইনজীবীর তরফে।
ইতিমধ্যে অবশ্য বরফ গলেছে মিকা ও রাখীর সম্পর্কের। একসঙ্গে 'বিগ বস' খেলাতেও অংশ নিয়েছিলেন তারা। যদিও ২০১৮ সালে একটি সাক্ষাৎকারে রাখী স্বীকার করেছিলেন, ওই ঘটনার পরে যে কোনও অনস্ক্রিন চুম্বন দৃশ্যে অভিনয় করতে তিনি সাবলীল হতে পারেন না কারণ ওই ঘটনার কথা তাঁর মনে পড়ে যায় বার বার। ২০২২ সালে অবশ্য বিগ বসের ঘরে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরা পড়ে রাখী ও মিকার। এমনকি তাঁরা অনস্ক্রিন চুম্বনও করেছিলেন।
এর আগে রাখীর আইনজীবীর তরফেও জানানো হয়েছিল, অভিনেত্রী ও সঙ্গীতশিল্পীর সম্পর্কে ১৭ বছর পরে আর কোনও তিক্ততা নেই। আর তাই যে কোনওরকম ভুল বোঝাবুঝি ব্যক্তিগতভাবে কথা বলেই মিটিয়ে নিতে চান তাঁরা। এর জন্য আদালতের আর কোনও প্রয়োজন নেই। সেই একই মর্মে আদালতে আর্জি জানিয়েছিলেন মিকাও। সেই মর্মে আজ এই মামলাকে বাতিল বলে ঘোষণা করল আদালত।