মুম্বই : মাত্র কয়েকদিন আগেই পর্ন ছবি তৈরি এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী এবং বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। যত দিন যাচ্ছে ততই রাজ কুন্দ্রার এই মামলা আরও জটিল হচ্ছে। শোনা যাচ্ছিল, এই ঘটনায় অভিনেত্রী শিল্পা শেট্টিকেও তলব করা হতে পারে জিজ্ঞাসাবাদ করার জন্য। সম্প্রতি রাজ কুন্দ্রার এই বিতর্কিত ঘটনা নিয়ে মুখ খুললেন গায়ক মিকা সিংহ।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায়, রাজ কুন্দ্রা সম্পর্কে মন্তব্য করেছেন মিকা সিংহকে। যেখানে গায়ক বলেন, 'আমি অপেক্ষা করছি পরবর্তীতে কী হয় তা দেখার জন্য। তবে আশা করছি, যা হবে ভালোর জন্যই হবে। ওঁর অ্যাপ সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। তবে, আমি একটা অ্যাপ দেখেছিলাম। সেটা খুবই সাধারণ একটা অ্যাপ ছিল। তাতে একেবারেই বিশেষ কিছু ছিল না। তবুও আশা করছি, ভালো কিছুই হবে।'


রাজ কুন্দ্রা সম্পর্কে মিকা সিংহ বলেন, 'রাজ কুন্দ্রা একজন ভালো মানুষ বলেই আমার মনে হয়। এবার এটাই দেখার কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। এটা তো একমাত্র আদালতই বলতে পারবে।' প্রসঙ্গত, ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৪২০, ৩৪, ২৯২ এবং ২৯৩ নং ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ীর আইনজীবী আবাদ পণ্ডা দাবি করেছেন যে, ইনফরমেশন টেকনোলজির ৬৭-এ ধারায় পড়েন না রাজ কুন্দ্রা। তাঁর যুক্তি, শারীরিক সম্পর্ক না হলে সেটাকে পর্ণোগ্রাফি বলা যায় না। তাকে অশ্লীল ছবি বলা যেতে পারে।


আদালতে রাজ কুন্দ্রার আইনজীবী বলেন, ' ইনফরমেশন টেকনোলজির এই আইনকে ভারতীয় দণ্ডবিধির সঙ্গে একসঙ্গে পড়া যায় না। ইনফরমেশন টেকনোলজির ৬৭এ ধারায় বলা হয়েছে, একমাত্র শারীরিক সম্পর্ক হলে তবেই তা পর্ণোগ্রাফির আওতায় পড়ে। বাকি সমস্ত বিষয়কে অশ্লীল ছবি বলা যায় কিন্তু পর্ণোগ্রাফি না। ইতিমধ্যেই রাজ কুন্দ্রার প্রাক্তন পিএ উমেশ কামাতের থেকে ৭০টি আপত্তিকর ভিডিও উদ্ধার করেছে পুলিশ।