কলকাতা: ঘটা করে স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন তিনি, বেছে নিয়েছিলেন জীবনসঙ্গীকে। ৬ মাসের মধ্যেই বিয়ের কথা ছিল। তবে, সেই বিয়ে হচ্ছে না বলে সম্প্রতি মুখ খুলেছেন সঙ্গীতশিল্পী মিকা সিংহ (Mika Singh)। অথচ.. ‘স্বয়ম্বর— মিকা দি বোটি’ আয়োজন করে আকাঙ্ক্ষা পুরীকে হবু বধূ বলে ঘোষণা করেছিলেন শিল্পী। তবে ৬ মাসের মধ্যে এমন কী হল যে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে এলেন মিকা?
শোনা গিয়েছিল, অভিনেত্রীর সঙ্গে নাকি পূর্ব পরিচিতি ছিল মিকার। প্রায় ১৩-১৪ বছরের আলাপ নাকি... আকাঙ্খা প্রতিযোগীতায় যোগ দিয়েছিলেন ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে। প্রতিযোগীতার শেষে, নীত মহল, প্রান্তিকা দাস ও আকাঙ্ক্ষা পুরীর মধ্যে পুরনো বন্ধুকেই বেছে নিয়েছিলেন মিকা। তাঁর গলাতেই মালা দিয়েছিলেন সঙ্গীতশিল্পী। কথা ছিল, ৬ মাসের মধ্যেই আইনত বিয়ে সারবেন তাঁরা।
তবে বর্তমানে, আকাঙ্ক্ষাকে নাকি বিয়ে করতে চাইছেন না মিকা। সঙ্গীতশিল্পী বলছেন, ' স্বয়ম্বর সভার আয়োজন করে আকাঙ্ক্ষাকে বেছে নিয়েছিলাম বটে, কিন্তু তারপর থেকেই মনে হচ্ছে, ও আর আমি একে অপরের জন্য সঠিক নই। ও একজন অভিনেত্রী আর আমি সঙ্গীতশিল্পী। প্রায় অনেকটা সময়েই ওকে কাজের জন্য মুম্বইতে থাকতে হয়। ও গায়িকা হলে আমরা একসঙ্গে কিছু ভাবতে পারতাম। কিন্তু এত পার্থক্যে একসঙ্গে থাকার কথা ভাবা সম্ভব নয়। স্বয়ম্বর সভা ভাঁওতা ছিল না মোটেই তবে বিয়ে অনেক বড় সিদ্ধান্ত। হঠাৎ কোন পদক্ষেপ নিয়ে ফেলে পরবর্তীকালে আফসোস করতে চাই না। তাই বিয়ের জন্য কিছুটা সময় নিচ্ছি।'
প্রসঙ্গত, সম্প্রতি ‘বিগ বস্ ওটিটি ২’-র ঘরে বিতর্কে জড়িয়েছিলেন মিকা। সঙ্গীতশিল্পীর সঙ্গে জাদ হাদিদের চুম্বন ভাইরাল হয়েছিল, বিতর্কে জড়িয়েছিলেন মিকা। যদিও আকাঙ্ক্ষাকে মিকার সম্পর্কে কেবল বন্ধু বলতেই শোনা গিয়েছিল। একাধিকবার বিভিন্ন নারীর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন মিকা। তবে নিজের বিয়ে নিয়ে এবার সোজাসাপ্টা নিজের মত জানালেন মিকা।
আরও পড়ুন: Kareena Kapoor Khan: পর্দায় করিনা কপূরের সঙ্গে প্রেম! উদ্বেগে কী করেছিলেন বিজয়?