নয়াদিল্লি: রানিং ট্র্যাকে মিলখা সিং-এর বদলে ফারহান আখতারের ছবি! সোশ্যাল মিডিয়ায় নয়ডা স্টেডিয়ামের এই ছবি ভাইরাল হতেই নড়চড়ে বসল প্রশাসন। সরানো হল বিতর্কিত ছবিটি।


গত ১8 জুন প্রয়াত হন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংহ। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায় ফ্লাইং শিখ নামে পরিচিত ছিলেন তিনি। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। কিংবদন্তি এই অ্যাথলিটকে সবাই চিনলেও সম্ভবত রিল ও রিয়েল লাইফ মিলখাকে আলাদা করতে পারেনি নয়ডা স্টেডিয়াম কর্তৃপক্ষ। আসল মিলখা সিং-এর ছবি ব্যবহার না করে সিনেমার চরিত্রের ছবিটি বোর্ডে ব্যবহার করেছিলেন তাঁরা।


২০১৩ সালে মুক্তি পায় ফারহান আখতার ও সোনম কপূর অভিনীত বলিউড ছবি 'ভাগ মিলখা ভাগ'। মিলখা সিংহের জীবনযুদ্ধে বিভিন্ন অধ্যায়কে তুলে ধরা হয়েছিল এই ছবিতে। ছবির নামভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান আখতার।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মিলখা সিংহের জায়গায় ফারহান আখতারে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় নয়ডা স্টেডিয়ামের কর্তৃপক্ষকে তীব্র কটাক্ষ করেন নেটিজেনরা। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গেই সেই ছবিটি সরিয়ে ফেলেন কর্তৃপক্ষ। নয়ডা স্টেডিয়ামের কর্তৃপক্ষ ঋতু মাহেশ্বরী ট্যুইট করে জানান, রানিং ট্র্যাক থেকে মিলখা সিং-এর ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি ওখানে ফ্লাইং শিখ মিলখা সিংহ-এর ছবি লাগিয়ে দেওয়া হবে।


'ভাগ মিলখা ভাগ' ছবিতে ফারহান আখতারকে মিলখা সিংহের ভূমিকায় দেখা গিয়েছিল। নেটিজেনরা অনেকেই বলেছিলেন, তাঁকে অবিকল মিলখা সিংহের মতই দেখিয়েছে। অনেকেই বলেছেন, রিল ও রিয়েল লাইফ মিলখা সিং-এর মধ্যে তফাত করা সত্যিই দুষ্কর।


রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবি ‘ভাগ মিলখা ভাগ’ ছবির নায়ক ফারহানও ট্যুইট করে শোকপ্রকাশ করেছিলেন মিলখার প্রয়াণে। ট্যুইটারে তিনি লিখেছিলেন,  'প্রিয় মিলখাজি, আমি এখনও মেনে নিতে পারছি না যে আপনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমার এই একগুঁয়েমি হয়তো আপনার কাছ থেকেই পেয়েছি। তবে এটাই সত্যি যে আপনার অস্তিত্ব রয়ে যাবে চিরকাল। আপনার মতো বিশাল হৃদয়ের মানুষ, ভালবাসার মানুষ আমি দেখিনি। আপনি বরাবর মাটির কাছাকাছি থেকেছেন। পথ দেখিয়েছেন, স্বপ্নের প্রতিনিধিত্ব করেছেন। পরিশ্রম, সততা আর একাগ্রতায় ভর করে একজন মানুষ কোন উচ্চতায় উঠতে পারে তা দেখিয়েছেন আপনি।'