কলকাতা: মা (Mother) তো সকলের সেরা। তা সন্তান যতই বড় হয়ে যাক না কেন, মায়ের গন্ধ তার কাছে চিরকালই স্পেশাল হয়ে থাকে। আর মায়ের শাড়ি বা পোশাকের প্রতি কন্যা সন্তানদের আকর্ষণ তো ছোটবেলা থেকেই সঙ্গী হয়। ঠিক তেমনই হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীরও (Mimi Chakraborty)। 

শুক্রবার দুপুরের দিকে নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) লাল পাড় নীল শাড়িতে পোস্ট করলেন মিষ্টি দুটো ছবি। রোদ এসে পড়ছে মুখে, একেবারে ন্যুড মেকা-আপে নজর কাড়ছেন অভিনেত্রী। অপর একটি ছবিতে রয়েছে চোখে চশমা। 

ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে লিখলেন 'মায়ের কলেজের শাড়ি, সেই যখন জলপাই -গুড়ি গেছিলাম নিয়ে এসেছিলাম, নতুন পাড় বসলাম, ব্লাউজ টা একটু চাপালামআর পরলাম। মন টা ভালো হয়ে গেল মা ছবিটা দেখে বলল।' (অপরিবর্তিত)

 

মায়ের কলেজ বেলার শাড়িতে পাড় লাগিয়ে খানিক ট্রেন্ডি লুক দিয়েছেন অভিনেত্রী। তবে সাজে একেবারে 'পাশের বাড়ির মেয়ে'। কে বলবে তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিক। সেই সঙ্গে মায়ের থেকেই মিলেছে প্রশংসা। ব্যস! আর কী চাই। 

মিমির ছবিতে প্রশংসা করেছেন ইন্ডাস্ট্রির বন্ধু অভিনেত্রী পার্নো মিত্রও (Parno Mittra)। লিখেছেন, 'মিষ্টি'। অন্যদিকে খানিক মজা করে কমেন্ট করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। ঠাট্টা করে লিখেছেন, 'মনে পাথর রেখে বলছি... খুব সুন্দর লাগছে।' প্রশংসা করেছেন মিমির অজস্র অনুরাগীরাও। 

আরও পড়ুন: Gantchhora: বস্তির দেওয়াল জুড়ে বিয়ের গ্রাফিতি, খড়ির শিল্পে সাজল বেহালা বাগানবাড়ি