কলকাতা: সাদায় কালোয় মনের কথা। চিরকালই স্পষ্টবক্তা টলিউডের প্রথম সারির এই অভিনেত্রী। নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আর সেখানেই ভাগ করে নিলেন মেয়েদের সমস্যার কথা, নিজের মনের কথা। 


গতকাল, মঙ্গলবার নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন মিমি। সেখানে মিমি বলছেন, 'আমার জন্য প্রতিটা দিনই নারী দিবস। কিন্তু এখনও আমরা আমাদের প্রত্যেকের নিজেদের লড়াইগুলো লড়ছি। হতে পারে সেটা একজন একা মায়ের লড়াই যে তাঁর সন্তানকে একা বড় করতে তুলছে আর সমাজ তাকে প্রশ্ন করছে সে কী করে একজন সন্তানকে একা বড় করতে পারে। সেই মেয়েটাকেও লড়াই করতে হয় যে রোজ নাইট শিফট করে বাড়ি আসে। আরও একটা লড়াই হয়তো অনেককেই করতে হয় আর আমাকেও করতে হয় যে। জীবনে যা যা অর্জন করেছি, তার পাশাপাশি শুনতে হয়, মিমি, তুমি কেন এখনও বিয়ে করছো না! মনে হয় যা যা অর্জন করেছি সেসবের কোনও মূল্যই নেই। কেবল বিয়ে আর সন্তানেরই মূল্য আছে! আমি সবার সমস্ত ধারণার ওপর সম্মান জানিয়েই বলছি, দয়া করে আমাদের ছেড়ে দিন। আমরা যা করতে চাই তাই করতে দিন। আমরা কী পোশাক পড়ছি সেটা দিয়ে আমাদের বিচার করবেন না। শাড়ি পড়লেই ভালো মেয়ে আর শর্ট স্কার্ট পরলেই খারাপ মেয়ে, এটা বিচার করার মাপকাঠি নয়। আমরা মুখে যা যা বলি, সেগুলো আমরা যবে করতে শিখব বাস্তবে, সেদিনই নারীদিবস হবে।'


আরও পড়ুন:কবে মুক্তি পাবে ঋষি কপূরের শেষ ছবি 'শর্মাজি নমকিন'?


প্রসঙ্গত, মিমি চক্রবর্তীকে খুব শীঘ্রই দেখা যাবে 'খেলা যখন' ছবিতে। সাইকোলজিক্যাল থ্রিলার এই ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। ‘গানের ওপারে’, ‘বাপি বাড়ি যা’, ‘ক্রিসক্রস’-এর পর আবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। জানা গিয়েছে, ছবিতে মিমির চরিত্রের নাম ঊর্মি। কোমা থেকে ফিরে এসেছে সে। অতীত এবং বর্তমানের সঙ্গে অনবরত লড়াই করে যেতে হয় তাঁকে। একটি ভয়াবহ গাড়ি দুঘর্টনায় ছেলেকে হারিয়ে ফেলে ঊর্মি ও সাগ্নিক। এরপর তার মৃত শিশুকে নিয়ে অনবরত দুঃস্বপ্ন দেখে ঊর্মি। তার স্বপ্নে এমন কিছু ঘটনা আসতে থাকে যার বাস্তব কোনও ভিত্তি নেই। বাস্তব না স্বপ্ন, কোনটা সত্যি! দর্শকদের প্রশ্নের মুখে দাঁড় করাবে 'খেলা যখন'।