কলকাতা: প্রচণ্ড গরমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) ঘোষণা করেন সমস্ত স্কুলে গরমের ছুটির (summer vaccation) কথা। আর তাতেই উচ্ছ্বসিত খুদে মিনি (Mini) আর তার তিতলি মাসি। বুঝলেন না? আরে গরমের ছুটি মানে তো অঢেল সময় আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ! আগামী ৬ মে মুক্তি পাচ্ছে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayannya Chatterjee) অভিনীত এবং মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) পরিচালিত 'মিনি'। আর তার জন্য বিশেষ প্রচার করলেন অভিনেত্রী। সঙ্গে পাশে দাঁড়ালেন সমস্ত বাংলা ছবির।


'মিনি'র মিষ্টি প্রচার


আর তিন দিন বাকি ছবি মুক্তির। চলছে দেদার প্রচার। প্রায়ই একাধিক ইভেন্টে দেখা যাচ্ছে মিমি চক্রবর্তী ও অয়ন্যা চট্টোপাধ্যায়কে। এবার এক বিশেষ ধরনের ভিডিও পোস্ট করলেন তাঁরা।


টিভিতে একের পর এক চ্যানেল বদলে বদলে দেখে যাচ্ছেন মাসি-বোনঝি অর্থাৎ মিনি ও তার মাসি। স্ক্রিনে একের পর এক হাজির হচ্ছে 'কিশমিশ', 'রাবণ', 'কলকাতার হ্যারি', 'বেলাশুরু', 'এক্স=প্রেম', 'আয় খুকু আয়' সব বাংলা ছবির টিজার। এর মধ্যে কিছু ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। কিছু আর কিছুদিনেই মুক্তি পাবে। সবই মিনি ও তার মাসি দেখতে যাবে বলে ঠিক করেছে। এবং তার মধ্যেই খবর মিলেছে ২ মে থেকে গরমের ছুটিও শুরু। ব্যস! 


এই ভিডিওর মাধ্যমেই বার্তা মিমি চক্রবর্তীর, হলে গিয়ে বাংলা সিনেমা দেখার। সব বাংলা ছবির পাশে দাঁড়ানোর বার্তা দিলেন অভিনেত্রী। কেবল নিজেদের ছবিই নয়, গোটা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর বার্তায় আপ্লুত দর্শক। 


 






তবে এই সুন্দর ভিডিওর শেষেও মনে করাতে ভোলেননি অভিনেত্রী যে ৬ মে মুক্তি পাচ্ছে তাঁদের 'মিনি'। ভিডিওর ক্যাপশনে লিখলেন, 'তাহলে মিনির মতই আমাদের coolest destination হোক বাংলা সিনেমার হল'। 


'মিনি' ছবির প্রেক্ষাপট


'মিনি' ছবি বলবে ছোট্ট মেয়ে মিনির গল্প। তার গল্পের বড় অংশ জুড়ে থাকবে তার মাসি তিতলি। মিনির মাসির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। কার বয়সে এবং মস্তিষ্কে এবং চিন্তাভাবনায় বড় হওয়া প্রয়োজন আর কার কেবল লম্বা হওয়া প্রয়োজন এই দোটানায় মিমি ও তিতলি। সেই গল্পই বলবে এই ছবি। এই ছবিটি বন্ধুত্বের সম্পর্ককে সুন্দরভাবে, খানিক অন্যভাবে তুলে ধরার চেষ্টা করবে। এমন বন্ধুত্ব যেখানে বয়স কোনও সীমানা নয়। একজন মহিলা এবং একটি শিশুর বন্ধুত্বের মন ভাল করা গল্প দেখা যাবে 'মিনি' ছবিতে। 


আরও পড়ুন: 'Nerve' Movie Update: রাজ বর্মন ও প্রস্মিতা পালের কণ্ঠে আসছে 'হেরেছে দিল', মুক্তির অপেক্ষায় 'নার্ভ' ছবির প্রথম গান


ছবি প্রযোজনা করছেন সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জার সংস্থা 'স্মল টক আইডিয়াজ' (Small Taalk Ideas)। সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি, রণজয় ভট্টাচার্য, মৈনাক মজুমদার। ছবিতে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন সোমলতা আচার্য চৌধুরী (Somlata Accharaya Chowdhury), লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty), সায়নী ও পৃথা।