কলকাতা: আজ ফাদার্স ডে (Father's Day)। আর তাই, বাবাকে নিয়ে আবেগে ভাসলেন অনেক নায়ক-নায়িকাই। এরই মধ্যে এক নায়িকা শেয়ার করে নিলেন ছোট্টবেলার ছবি। তাঁর বাড়ি জলপাইগুড়িতে। এক ঝলকে ঝাপসা ছবি দেখে চিনতে পারছেন এই নায়িকাকে?
ইনি মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সদ্য সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন মিমি। সেখানে কোনও ছবি এক্কেবারে ছোটবেলার, কোনও ছবি আবার বড় বয়সের। বাবার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন মিমি। কখনও সমুদ্রের মধ্যে স্পিডবোটে, কখনও আবার কোনও শপিং কমপ্লেক্সে। কখনও আবার, মজা করে বাবার মাথায় ঝুঁটি বেঁধে দিয়েছেন, সেই ছবিও শেয়ার করে নিয়েছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় মিমি এই ছবি শেয়ার করে নিয়ে লিখেছেন, 'পাপা মেরে পাপা'।
বাবার হাত ধরেই প্রথম কলকাতায় এসেছিলেন মিমি। এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে মিমি বলেছিলেন, 'কেরিয়ার শুরুর কয়েক বছরের লড়াইটা মনে পড়ে ভীষণ। জলপাইগুড়ি থেকে সেই সময়ে সদ্য কলকাতায় এসেছি। এখানকার কলেজে কলেজে ফর্ম তুলছি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সবসময়েই আমার সঙ্গে থাকতেন পাপা (বাবা)। ভীষণ গরম ছিল সেই সময়টা। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কখনও সখনও গায়ে পড়ত, বাড়ির ওপরে লাগানো এসির ঠাণ্ডা জল। ওপরে চোখ তুলে দেখতাম, কারও ঘরে এসি চলছে। রাস্তা দিয়ে এসি গাড়িতে করে কাউকে যেতে দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকতাম। বলতাম, 'পাপা ওদের এসিও আছে, গাড়িও আছে। আমার এসব হবে কোনোদিন? এসিতে বসব এটা ভাবতেই পারতাম না কখনও।'
সেই স্বপ্ন পূরণ হয়েছে মিমির। বর্তমানে বাংলাদেশের ছবিতেও কাজ করছেন তিনি। সব মিলিয়ে, মেয়ের স্বপ্নপূরণের প্রত্যেকটা ধাপই যেন পাশে থেকে, মিমিকে আগলে রেখেছেন তাঁর বাবা। এই সম্পর্ক তাই মিমির কাছে ভীষণ বিশেষ, আদরের।
আরও পড়ুন: Raveena Tandon: ভিডিয়ো পোস্ট করায় ক্ষুব্ধ, নির্দোষ প্রমাণ হতেই ১০০ কোটির মানহানির মামলা ঠুকলেন রবিনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।