কলকাতা: তাঁর জন্মস্থান জলপাইগুড়ি। সেখানকার স্কুলেই পঠনপাঠন, বেড়ে ওঠা। জলপাইগুড়ির পুরনো বাড়িতে ঘুরে নিজের শৈশবের স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে নিজের একটি ভিডিও পোস্ট করেন মিমি চক্রবর্তী। বোনের বিয়ে উপলক্ষ্যে নিজেক জলপাইগুড়ির বাড়িতে এসেছিলেন তিনি। সময় পেয়ে নিজেই সেলফি ক্যামেরা অন করে ঘুরে দেখালেন বাড়ির বিভিন্ন ঘর। ভাগ করে নিলেন বাড়ির আনাচে কানাচে থাকা তাঁর শৈশবের স্মৃতি।



ভিডিওতে নিজের ছোটবেলার ঘরটি দেখান তিনি। কোথায় বইয়ের তাক ছিল, কেমন করে সুইচ বোর্ডে ট্যাটু আটকে রাখতেন তিনি দেখান সেইসব ছবিও। তারপর সিঁড়ি দিয়ে উঠে ওপরের নতুন ঘর।

ওপরে নিজের নতুন ঘরে গিয়ে নিজের স্কুলের পোশাক, ছোটবেলার সোয়েটার, বাবার পোশাক দেখাতে গিয়ে নস্টালজিক নায়িকা। দেখান, স্কুলের শেষ দিনে বন্ধুরা জামায় লিখে  দিয়েছিলেন কী কী বার্তা। স্কুলে নাকি তাঁকে মোমো বলে ডাকতেন বন্ধুরা। ভাগ করে নেন এমনই অনেক মজার স্মৃতি।



বাগানের শখ রয়েছে সাংসদের। ভিডিওর শেষে ঘুরে দেখাতে ভোলেননি নিজের বাড়ির বাগানও। কারিপাতা, মুলো, রিঠা সহ বিভিন্ন গাছ রয়েছে তাঁর বাড়িতে। আদা দিয়ে চা খেতে ভালোবাসেন মিমি। আর তাকে আদা পাঠানো হয় তাঁর জলপাইগুড়ির এই বাড়ির বাগান থেকেই।

বাড়ির পুরনো ঘরগুলি নাকি সংস্কার করা হবে। তাই মুছে যেতে পারে শৈশবের স্মৃতি। তার আগে এই ভিডিও করেই সমস্ত স্মৃতি চিরদিনের ধরে রাখতে চান, বললেন মিমি।