কলকাতা: কখনও ঘরোয়া সাজ আবার কখনও ঝলমলে লেহঙ্গায় তিনি নজরকাড়া। দীপাবলিতে দু-দফায় জমকালো ছবি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন টলিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তী।
আজ সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি পোস্ট করেন মিমি চক্রবর্তী। সেখানে দেখা যায় সাদা-গোলাপি লেহঙ্গায় ঝলমল করছেন তিনি। খোলা চুল, সঙ্গে ভারি, হার, চুড়ি, টিকলি সহ একাধিক গয়নায় সেজেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মিমি লিখেছেন, 'আলোর উৎসব। সবাইকে দীপাবলির শুভেচ্ছা।' এরপর কালীপুজোর রাতে হালকা সাজে বাড়ির বারন্দায় আরও কিছু ছবি পোস্ট করেন মিমি। গোলাপি পোশাকে হালকা সাজেও ঝলমলে দেখাচ্ছিল তাঁকে। মিমির হাতে দেখা গেল প্রদীপ। মিমি লিখছেন, 'সবসময় আলো থাকুক।' মিমির ছবির কমেন্টে নুসরত জাহান লেখেন, 'সুন্দর'। ভালোবাসার চিহ্ন এঁকে দেন আবীর চট্টোপাধ্যায়।
সদ্য মৈনাক ভৌমিকের ছবি 'মিনি'-র শ্যুটিং শেষ করেছেন মিমি। ছবির শ্যুটিং সেট থেকে মাঝে মধ্যেই মিষ্টি ছবি পোস্ট করতেন অভিনেত্রী। শ্যুটিংয়ের শেষ দিনেও একাধিক ছবি, ভিডিও শেয়ার করেন মিমি। গোটা টিমের সঙ্গে একসঙ্গে ছবি তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। কী বললেন মিমি চক্রবর্তী? 'পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি। যাতে ছবিটা তাড়াতাড়ি শেষ করে আপনাদের জন্য প্রেক্ষাগৃহে নিয়ে আসতে পারি।' ছোট্ট অয়ন্না চট্টোপাধ্যায় কেমন? অভিনেত্রীর কথায়, 'পুঁচকি, অর্থাৎ আমাদের মিনি, খুব ভাল কাজ করেছে। আমরা সকলেই খুব উত্তেজিত ও আশাবাদী।'
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাড়ির লক্ষ্মীপুজোর ছবি শেয়ার করে নিয়েছিলেন মিমি চক্রবর্তী। ঝলমলে সাজ আর ভারী গয়নায় লক্ষ্মীপুজোয় সন্ধেতে সেজেছিলেন অভিনেত্রী সাংসদ। মিমির কসবার আবাসনেই লক্ষ্মীপুজোর আয়োজন হয়েছিল। কেবল মিমি নয়, পুজোয় উপস্থিত ছিলেন মিমির মাও। নিজের হাতে পুজোর সমস্ত আয়োজন করেন মিমি। অঞ্জলি দেন, অংশ নেন পুজোতেও। কেবল এই বছর নয়, প্রতি বছরই মিমির বাড়িতে এই পুজোর আয়োজন করা হয়। শাড়ি সাজে অগ্রণী ভূমিকা পালন করেন মিমি।