কলকাতা: পর্দায় যে তিনি 'তুফান' তুলবেন, সেই খবর ইতিমধ্যেই সবাই জানেন। তবে এবার একেবারে সত্যি সত্যিই তুফানের কবলে অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakravorty)! বাংলাদেশে নতুন ছবির প্রচারে গিয়ে কী বিপদে পড়লেন অভিনেত্রী? সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই শেয়ার করে নিলেন একটি ভিডিও। সেখানেই স্পষ্ট হল সবটা।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন মিমি। সেটি বাংলাদেশ থেকে। নতুন ছবি 'তুফান' (Toofan)-এর জন্য একটি সাংবাদিক সম্মেলনে অংশ নিতে মিমি গিয়েছিলেন বাংলাদেশ। এখানে উপস্থিত ছিলেন তাঁর ছবির নায়ক শাকিব খানও (Shakib Khan)। বাংলাদেশে এটাই মিমির প্রথম কাজ। তাই ছবির প্রচারেও কোনও খামতি রাখতে চান না নায়িকা। তবে ফেরার পথে, বিপাকে পড়লেন অভিনেত্রী। বিমানবন্দরে গাড়ি থেকে বেরিয়ে তিনি যখন প্লেনে উঠতে যাচ্ছেন, বাইরে তখন প্রবল ঝড়। আর হাওয়ার দাপটেই উড়ে গেল প্রাক্তন সাংসদের টুপি। এলোমেলো পোশাকও। কোনওমতে পোশাক আর টুপি সামলে ফ্লাইটে উঠলেন অভিনেত্রী। ততক্ষণে বাইরে বৃষ্টি এসে গিয়েছে। প্লেনে উঠে, নিজের হাতে ক্যামেরা নিয়ে ঘুরিয়ে বাইরের দৃশ্যও দেখান অভিনেত্রী। তবে এত কিছুর মধ্যেও যেটা অমলিন, সেটা অভিনেত্রীর মুখের হাসি।
শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে, এই প্রথম বাংলাদেশের ছবিতে মিমি। এর আগে, শাকিব খানের বিপরীতে বাংলা থেকে কাজ করেছিলেন নায়িকা ইধিকা পাল (Idhika Paul)। আর এবার একেবারে মূল ধারার ছবিতে দেখা যাবে মিমিকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির প্রথম গান, 'লাগে উরা ধুরা'। মিমি ও শাকিব খানের রসায়নের প্রথম ঝলক দেখা গিয়েছে এই গানে। আপাতত সবার অপেক্ষা মূল ছবিটি মুক্তির। দীর্ঘদিন পরে, একেবারে মূলধারার ছবিতে দেখা যাবে মিমিকে। তাঁর আগের ছবিটি ছিল 'রক্তবীজ'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।