লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024 results) ফলাফল প্রকাশ হতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপে (Lakshadweep) মাত্র ২০১টি ভোট পেয়েছে বিজেপি (BJP)। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই পোস্টটি শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করতে চেয়েছেন।
বিষয়টি নজরে আসার পরে পিটিআইয়ের ফ্যাক্ট চেক ডেস্ক এই ভাইরাল দাবিটি তদন্ত করে দেখে যে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে লাক্ষাদ্বীপ লোকসভা কেন্দ্রে কোনও প্রার্থীই দেওয়া হয়নি বিজেপির তরফে। ওই কেন্দ্রশাসিত অঞ্চলে তাদের শরিক এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী) টিপি ইউসুফকে সমর্থন জানিয়েছিল গেরুয়া শিবির।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একজন টুইটারাট্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি সহ লিখেছেন, লাক্ষাদ্বীপে ২০১টি ভোট পেয়েছে বিজেপি। স্যার আমাকে বিশ্বাস করুন, তিনি একজন জনসাধারণের নেতা, এখানে পোস্টের লিঙ্কটি দেখুন, আর্কাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট।
পিটিআই ফ্যাক্ট চেক টিম পরীক্ষা করে দেখেছে যে সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি লোকসভা ভোটে লাক্ষাদ্বীপে যে ২০১টি ভোট পেয়েছে বলে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
এই বিষয়ে রাধিকা চৌধুরী নামে একজন টুইটারাট্টি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, লাক্ষাদ্বীপে মুসলিম জনসংখ্যা হল ৯৬ শতাংশ, সেখানে মাত্র ২০১টি ভোট পেয়ে বিজেপি। এর থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মুসলিম সম্প্রদায় উন্নয়নের পক্ষে নয়। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবদুলের জন্য কী করেছে তা কোনও বিষয় নয়, সত্যিটা হল সে কখনই ভোট দেবে না। পোস্টের লিঙ্কটি দেখুন এখানে, আর্কাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি ঘেঁটে দেখা যায় লাক্ষাদ্বীপে কোনও প্রার্থীই দেয়নি বিজেপি। সেখানে এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী)-র মহম্মদ ফয়জলের সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন কংগ্রেসের মহম্মদ হামদুল্লা সৈয়দ এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী) টিপি ইউসুফ ও নির্দল প্রার্থী কোয়া।
কমিশনের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, লাক্ষাদ্বীপে মোট ৪৯ হাজার ২০০টি ভোট পড়েছে। যার মধ্যে কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২৫ হাজার ৭২৬টি ভোট, শরদ পাওয়ারের এনসিপি পেয়েছে ২৩ হাজার ৭৯টি ভোট আর অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি প্রার্থী পেয়েছেন মাত্র ২০১টি ভোট। এখানে কংগ্রেস প্রার্থী তাদের ইন্ডিয়া জোটের আরেক শরিক শরদ পাওয়ার গোষ্ঠীর প্রার্থীকে ২৬৪৭টি ভোটে হারিয়েছেন। পুরো রিপোর্ট দেখার জন্য এখানে ক্লিক করুন।
সমস্ত বিষয়টি পরীক্ষা করে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে অজিত পাওয়ার গোষ্ঠীর প্রার্থী যে ২০১টি ভোট পেয়েছে সেটিকে বিজেপির ভোট বলে সোশ্যাল মিডিয়াতে দাবি করা হচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে পিটিআই (पीटीआई फैक्ट चेक: लोकसभा चुनाव के दौरान लक्षद्वीप में बीजेपी को 201 वोट मिलने का दावा करता यह सोशल मीडिया पोस्ट भ्रामक है) এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Fact Check: নরেন্দ্র মোদির সমালোচনায় মুখর চন্দ্রবাবু নায়ডু! ভাইরাল ভিডিওর আসল সত্যি কী?