কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan), কাজল (Kajol) ও রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) অভিনীত হিট ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' (Kuch Kuch Hota Hay) ছবির সেই শিখ বাচ্চাটিকে মনে আছে? যে কাজল, সলমন খানের সঙ্গে (Salman Khan) চলে যাওয়ার সময় তাঁর আঁচল টেনে ধরে বলেছিল, 'তুসি যা রাহে হো.. তুসি না যাও..'। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ছবির সেই শিখ বাচ্চাটি এখন কেমন আছে? অনেকেই হয়তো জানেনই না খুদে সেই অভিনেতার নামটাও। 


'কুছ কুছ হোতা হ্যায়'-তে খুদে সেই অভিনেতার নাম পরজ়ান দস্তুর (Parzaan Dastur)। ভারতীয় এই অভিনেতা 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিটির সময় ছিলেন একরত্তি। তবে সময় এগিয়েছে। পরজ়ান এখন যুবক। নিজের জীবনেও এগিয়ে গিয়েছেন তিনি। তবে তিনি একা নয়, তাঁর জীবনে এসেছেন আরও এক মানুষ। সম্প্রতি বাগদান সেরেছেন পরজ়ান। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নিয়েছিলেন তাঁর স্ত্রীয়ের ছবি। এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি তিনি শেয়ার করে নিয়েছেন শাহরুখ খানের সঙ্গে। সেখানে লেখা রয়েছে, 'যখন পরজ়ান আর পাঠানের দেখা হয়'। স্পষ্টত, ছবিটি শাহরুখ খানের বড় হিট ছবি 'পাঠান' মুক্তির পরে তোলা। সেখানেই দেখা হয়েছিল পরজ়ান আর শাহরুখের। 


ছোটবেলার পেশা থেকে এখন অনেকটাই দূরে পরজ়ান। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা রয়েছে, হলিডেজ়, হোটেলস অ্যান্ড হিউমার। সম্ভবত, অভিনয়ের বাইরেও কিছু ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন পরজ়ান। তবে বলিউডের সঙ্গে তাঁর যোগসূত্র যে একেবারে ছিঁড়ে যায়নি, তার প্রমাণ পাওয়া যায় অ্যাকাউন্টেই। বলিউডের এখাধিক তারকার সঙ্গে হামেশাই বিভিন্ন ছবি ভাগ করে নেন পরজ়ান। বিশেষ করে শাহরুখ খানের সঙ্গে। সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার লুকও রিক্রিয়েট করেছিলেন পরজ়ান। শাহরুখের সঙ্গে তাঁর ছোটবেলার ছবি শেয়ার করে কিং খানকে শুভেচ্ছা জানাতেও দেখা যায় তাঁকে। 


গালে চাপ দাড়ি আর মাথার চুলে এখন চেনাই দায় ছোটবেলার সেই পরজ়ানকে। তবে এখনও এক্কেবারে একইরকম রয়েছে তাঁর মুখের সেই হাসিটি। গোটা একটা ছবিতে যিনি কেবলমাত্র অভিব্যক্তি দিয়েই বাজিমাৎ করেছিলেন, সেই তুখোড় অভিনেতাকে আর তেমন ব্যবহারই করতে পারল না বলিউড।


 






আরও পড়ুন: Sushmita Dey: 'আমাকে জড়াবেন না প্লিজ', বিস্ফোরক পোস্ট অনির্বাণের, সুস্মিতার সঙ্গে প্রেমে বিচ্ছেদ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।