কলকাতা: এবার অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে তলব ইডির। বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সমন পাঠাল ইডি (ED Summon), খবর সূত্রের। ১৫ সেপ্টেম্বর মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ১৬ সেপ্টেম্বর আবার বলিউড অভিনেত্রী ঊর্বশী রৌতেলাকেও (Urvashi Rautela) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। 

Continues below advertisement

খবর অনুযায়ী, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে মিমিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক পরের দিনই আবার বলিউড অভিনেত্রী ঊর্বশীকে হাজিরার নির্দেশ জানানো হয়েছে। '1xBet' নামক একটি বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকায় মিমিদের ডাকা হয়েছে। এই সংস্থার বিরুদ্ধে একাধিক মামলা চলছে।  তবে মিমিরা কিন্তু একা নন, বিনোদন জগতের আরও নামীদামি তারকাদেরও সমন পাঠিয়ে আগে তলব করেছে ইডি। নিধি আগরওয়াল, রানা ডুগ্গুবতিসহ দক্ষিণের অভিনেতাকে এর আগেই ডাকা হয়েছিল। 

 

Continues below advertisement

এই পুজোতেই মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তীর ছবি 'রক্তবীজ ২'। সেই সিনেমায় মিমির সহ-অভিনেতা, বাংলার আরেক পরিচিত মুখ অঙ্কুশ হাজরাকেও সপ্তাহ দু'য়েক আগে কেন্দ্রীয় সংস্থার তরফে ডেকে পাঠানো হয়েছিল। তাঁকেও ঊর্বশী রাউতেলার মতো একই দিনে ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় সংস্থার অফিসে হাজির দেওয়ার জন্য বলা হয়েছে বলে খবর। সকল তারকাদেরই এই বেটিং অ্যাপের সঙ্গে তাঁরা কীভাবে জড়িত এইসব বিষয়েই প্রশ্ন করা হচ্ছে। ইডির তরফে এই অ্যাপের সঙ্গে জড়িত থাকার জন্য মোট ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে খবর।     

অবশ্য কেবল বিনোদন দুনিয়ার জগতই নয়, একাধিক ক্রিকেটারকেও এর আগে এই একই মামলায় কেন্দ্রীয় সংস্থার অফিসে ডেকে পাঠানো হয়েছিল। কারা তাঁরা? সেই তালিকায় বিশ্বজয়ী ক্রিকেটার সুরেশ রায়না, যুবরাজ সিংহ তথা ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধবন। 

সদ্যই কেন্দ্রীয় সরকারের তরফে অনলাইন রিয়েল মানি গেমিং একগুচ্ছ অ্যাপের ওপর বিল পাশ করে কড়াকড়ি করা হয়েছে। আর্থিক তছরুপ, অর্থ পাচার, আসক্তি ইত্যাদি না না কারণে এই সংস্থাগুলির ওপর কড়াকড়ি করা হয়েছে। এই অবৈধ বেটিং অ্যাপগুলির সঙ্গে তারকা-যোগ নিয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা। তাঁরই অংশ হিসাবে একের পর এক তারকাকে ডেকে পাঠানো হচ্ছে। ওই বেটিং সংস্থার সঙ্গে যে কোনওভাবে জড়িত আরও একাধিক বড় বড় নামকে ইডি তলব করবে বলেই খবর।