কলকাতা: পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের পর এবার করোনা আক্রান্ত টলিউড অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান অভিনেত্রী। 


কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিমি লেখেন, 'আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি গত কয়েকদিন বাড়ি থেকে বেরোইনি বা কোনও মানুষের বাইরের মানুষের সঙ্গে মেলামেশা বা দেখাসাক্ষাৎ-ও করিনি। খুব খারাপ হল। আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি ও বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আমি সবাইকে আবেদন করব সুরক্ষাবিধি বজায় রাখতে ও মাস্ক পরতে। দয়া করে সবাই সুস্থ থাকুন আর মাস্ক পরুন।'



কেবল মিমি নয়, আজ করোনা আক্রান্ত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরমব্রত জানান তাঁর অসুস্থতার কথা। আজ নিজের ট্যুইটারে একটি পোস্ট করেন পরমব্রত। সেখানে তিনি লেখেন, 'গত ২৭ ডিসেম্বর আমার করোনার সামান্য উপসর্গ দেখা দেয়। নিয়মমাফিক করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। এরপর ৩০ তারিখ আমি কলকাতা ফিরি। জানুয়ারির ২ তারিখের মধ্যে আমার শরীরে করোনার যে সামান্য উপসর্গ ছিল তাও চলে যায়। আমি পুরোপুরি সুস্থবোধ করি। কিন্তু এর ২ দিন আগে আমায় একটি নিয়মরক্ষার জন্য ফের করোনা পরীক্ষা করাতে হয়েছিল। সেই রিপোর্টটি পজিটিভ এসেছে। অর্থাৎ আমি করোনা আক্রান্ত। ৩ দিন পর আমি আবার নিয়মমাফিক করোনা পরীক্ষা করাব।'


উপসর্গহীন হয়েও করোনা রিপোর্ট পজিটিভ, সোশ্যাল মিডিয়ায় জানালেন পরমব্রত


শুধু পরমব্রত নয়, করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা ও রাজনীতিক রুদ্রনীল ঘোষও। সোশ্য়াল মিডিয়ায় নিজের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা। সেইসঙ্গে সম্প্রতি যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন অভিনেতা। ভ্যাকসিনের ২টো ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন রেশমি সেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনিও। প্রত্যেকেই সবাইকে সুরক্ষিত ও সাবধানে থাকার আবেদন জানিয়েছেন। করোনা আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা।