নয়াদিল্লি: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁরা পাঁচ থেকে সাতদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কারও পরপর তিনদিন জ্বর না এলে সাতদিন আইসোলেশনে থাকলেই হবে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও করোনা আক্রান্তদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকারই পরামর্শ দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক আধিকারিক এই বার্তা দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সাপোর্ট টিমের আধিকারিক আবদি মাহমুদ জানিয়েছেন, প্রতিটি দেশে ওমিক্রন বা করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা বিবেচনা করে সংশ্লিষ্ট দেশগুলির সরকার কোয়ারেন্টিন বা হোম আইসোলেশবনের সময়সীমার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। যে দেশগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা কম, সেই দেশগুলিতে ১৪ দিনের কোয়ারেন্টিনই রাখা উচিত। কারণ, তাহলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে যে দেশগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা বেশি, সেই দেশগুলি সাতদিনের হোম আইসোলেশনের ব্যবস্থা করতেই পারে। কারণ, সেই দেশগুলির স্বাস্থ্যব্যবস্থা চালু রাখতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই আধিকারিক আরও জানিয়েছেন, কোনও ব্যক্তি একইসঙ্গে করোনাভাইরাস ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হতে পারেন। তবে এই দু’টি ভাইরাস আলাদা। শরীরের উপর ওই দুই ভাইরাসের আলাদা প্রভাব পড়ে। ফলে করোনা ও ইনফ্লুয়েঞ্জা একসঙ্গে মিলে নতুন একটি ভাইরাসের জন্ম দেবে, এই আশঙ্কা কম। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অবশ্য বাকি সব ভাইরাসকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ভাইরাস হয়ে উঠতে পারে ওমিক্রন। করোনার এই নতুন ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যাই সর্বাধিক হয়ে উঠতে পারে। এখনও যাঁরা করোনার টিকা নেননি বা পাননি, তাঁদেরই ওমিক্রনে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
মাহমুদ আরও জানিয়েছেন, ‘ডেনমার্কে করোনার নতুন দুই স্ট্রেইন আলফা ভ্যারিয়্যান্ট এবং ওমিক্রন ভ্যারিয়্যান্ট মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। আলফা ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় লেগেছে দু’সপ্তাহ। কিন্তু ওমিক্রন আক্রান্তের সংখ্যা মাত্র দু’দিনের মধ্যেই দ্বিগুণ হয়ে গিয়েছে। এর আগে অন্য কোনও ভাইরাস এত দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়েনি।’
১৯ জানুয়ারি ওমিক্রন নিয়ে বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অফ এক্সপার্টস। এই বৈঠকে ভ্যাকসিনের বুস্টার ডোজ, একসঙ্গে একাধিক ভাইরাস দেওয়ার সম্ভাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।