এক্সপ্লোর
Advertisement
সাগর-কিনারে! লাল পোশাকে সৈকতে উত্তাপ ছড়ালেন মিমি
পায়ের নিচে বালি, পাশেই নীল সমুদ্র। সুন্দরবনের মৌসুনি দ্বীপ। সেখানেই আপাতত ব্যস্ত রয়েছেন মিমি চক্রবর্তী। মাটি ছোঁয়া লাল গাউন পরে শ্যুটি-এ ব্যস্ত সাংসদ। কিসের? ছবির সামনে এলেও শ্যুটিং ঘিরে জিইয়ে রাখলে ধোঁয়াশা।
কলকাতা: পায়ের নিচে বালি, পাশেই নীল সমুদ্র। সুন্দরবনের মৌসুনি দ্বীপ। সেখানেই আপাতত ব্যস্ত রয়েছেন মিমি চক্রবর্তী। মাটি ছোঁয়া লাল গাউন পরে শ্যুটি-এ ব্যস্ত সাংসদ। কিসের? ছবির সামনে এলেও শ্যুটিং ঘিরে জিইয়ে রাখলে ধোঁয়াশা।
মৌসুনী দ্বীপে শ্যুটিং-এর বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ক্লিপিং বলছে, মেকআপ আর্টিস্ট স্যান্ডি এবং ইউনিটের লোকেদের নিয়ে মিমি বালিয়াড়িতে শ্যুটে ব্যস্ত। বেশ কিছুদিন ধরেই শ্যুটিংয়ের টুকরো মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তিনি।
ফ্রিল দেওয়া লাল গাউন পরে হাঁটতে হাঁটতেই শ্যুটিং নিয়ে নির্দেশ দিচ্ছেন মিমি। কেমন করে ড্রোন থেকে শট নেওয়া হবে সেটাই বোঝাচ্ছিলেন তিনি। মজার সেই ভিডিওটিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন মিমি। বেখেয়ালে নিজের বলা কথা নিয়ে রসিক ক্যাপশানও লেখেন মিমি।
২০১৯-এর পুজোয় মিমি প্রথম সামনে এনেছিলেন নিজস্ব ইউটিউব চ্যানেল। মুক্তি পেয়েছিল তাঁর ড্রিমস অ্যালবাম, তাঁর গাওয়া ‘অনজানা’ এবং ‘পল’। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি নিজের জন্মদিনে সাংসদ-তারকা অনুরাগীদের রিটার্ন গিফট দিয়েছিলেন তাঁর তৃতীয় গান ‘পরি হুঁ ম্যায়’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement