কলকাতা: 'এটা কী গো?','তোমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট' এই ভাবেই শুরু হয়েছে সংলাপ। না এটা কোনও ছবির ডায়লগ নয়। করোনা নিয়ে এই মজার ভিডিও পোস্ট করেছেন যাদবপুর কেন্দ্রের অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। করোনায় ঘরবন্দি থাকলেই টিকবে প্রেম, নইলে ব্রেক আপ! মজার এই বার্তা দিয়েই করোনা নিয়ে সতর্ক করেছেন মিমি সকলকে। এই ভিডিওয় মিমির সঙ্গে আছেন অভিনেতা সোহম। তাঁদের এই জুটি মনে করিয়ে দেবে রাজ চক্রবর্তী পরিচালিত 'বোঝে না সে বোঝে না' ছবির কথা। জনপ্রিয় এই ছবিতে মিমি-সোহমের জুটিকে পেয়েছিল দর্শক। লন্ডন থেকে শুটিং সেরে ফেরার পর থেকেই নিজের বাড়িতেই কোয়ারেন্টিন মিমি। তাই বাড়িতে বসেই নানা মজার পোস্ট করছেন সাংসদ মিমি। তৈরি করছেন মিমও। দেখুন সেই সব পোস্ট!