নয়াদিল্লি: ফের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ প্রধান কোচ রবি শাস্ত্রী। তাঁর মন্তব্য, অধিনায়কই ভারতীয় দলের বিষয়ে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। সাপোর্ট স্টাফদের কাজ শুধু অধিনায়ককে সাহায্য করা।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, অধিনায়কই বস। আমি যতদূর জানি, কোচিং স্টাফের সদস্যদের কাজ হল, ক্রিকেটাররা যাতে নেমে সাহসী, ইতিবাচক ও ভয়হীন ক্রিকেট খেলতে পারে তার জন্য তাদের তৈরি করে দেওয়া। অধিনায়কই সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়। আমরা ওর চাপ হাল্কা করার জন্য আছি। তবে মাঠের যাবতীয় বিষয় ওর উপরেই ছেড়ে দিই। দল কীভাবে খেলবে, সেটা অধিনায়কই ঠিক করে। মাঠে ও-ই খেলা নিয়ন্ত্রণ করে।’

বিরাটের ফিটনেসের তারিফ করে শাস্ত্রী বলেছেন, ‘বিরাট রোজ সকালে ঘুম থেকে উঠে বলে, আমাকে যদি ক্রিকেট খেলতে হয়, তাহলে বিশ্বের সবচেয়ে ফিট খেলোয়াড় হতে হবে এবং সব ধরনের পরিস্থিতিতে সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে লড়াই করতে হবে। ও নিজের শরীরকে সেভাবেই তৈরি করে। ও প্রচণ্ড পরিশ্রম করে। শুধু অনুশীলনে বাড়তি সময় দেওয়াই নয়, ও খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও অনেক ত্যাগস্বীকার করেছে। ও হঠাৎ একদিন আমাকে বলল, রবি, আমি নিরামিষ খাচ্ছি। ও যে উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছে, সেটা দেখে দলের বাকিরাও অনুপ্রাণিত। আমাদের কাছে টেস্ট ক্রিকেটই সর্বোচ্চ মাপমাঠি। আমরা মানদণ্ড তৈরি করতে চাই।’

বিরাটের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল অনেক সাফল্য পেয়েছে। বিরাট নিজেও বহু সাফল্য পেয়েছেন। তবে সাম্প্রতিক নিউজিল্যান্ড সফরে তিনি রান পাননি। গোটা সফরেই তিনি অফফর্মে ছিলেন। ভারতীয় দল টি-২০ সিরিজ ৫-০ ফলে জিতলেও, একদিনের ও টেস্ট সিরিজের সবকটি ম্যাচেই হেরে গিয়েছে। তা সত্ত্বেও বিরাটের পাশেই থাকছেন শাস্ত্রী।