কলকাতা: মায়েদের ভালোবাসার জন্য কোনও বিশেষ দিন হয় না, তবুও বছরের একটি দিন ধার্য রয়েছে মায়েদের নামে। সারা বছর আমাদের তিলে তিলে সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে মানুষটির অবদান জীবনে অপরিসীম তিনি মা। আজ মাদার্স ডে তে নিজের মাকে শ্রদ্ধা জানালেন টলিউডের কলাকুশলীরা। উদযাপন করলেন নিজেদের মাতৃত্বের অনুভূতিও।

টুইটারে নিজের মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাশাপাশি একটি ছোটবেলার ও একটি বর্তমান ছবি পোস্ট করেছেন নায়িকা। লিখেছেন, 'মা'।



তিনি নিজেই একজন মা। সিঙ্গল মাদার হিসেবে একাই বড় করছেন মেয়েকে। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। মাদার্স ডে তে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখলেন, 'সমস্ত মা কে ও যে সমস্ত বাবা একা শিশুকে বড় করে তুলছেন তাঁদেরও মাদার্স ডে-র শুভেচ্ছা। অনুরাগীদের তাঁর সঙ্গে ভাগ করে নিতে বললেন মা হওয়ার প্রথম অনুভূতি।'



সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছে বাংলাদেশের অভিনেত্রী মিথিলার। বর্তমানে সৃজিত কলকাতায় থাকলেও বাংলাদেশে নিজের মেয়ের সঙ্গে রয়েছেন মিথিলা। মাদার্স ডে তে মেয়ের সঙ্গে পোস্ট করলেন মজার ছবি।