কলকাতা: এই গ্রীষ্মে আপনাদের মন মাতাতে আসছে মিনি (Mini), সঙ্গে তিতলি (Titli)। ৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) পরিচালিত ছবি 'মিনি'।
সরস্বতী পুজোর প্রাক্কালে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও প্রযোজক রাহুল ভাঞ্জার প্রযোজনা সংস্থা 'স্মল টক আইডিয়াস' ঘোষণা করল মিমি চক্রবর্তী অভিনীত বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির তারিখ। প্রযোজনা সংস্থার প্রযোজনায় এটি প্রথম বাংলা ফিচার ছবি। যার মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও খুদে শিল্পী অয়ন্যা চট্টোপাধ্যায়কে (Ayanna Chatterjee)। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছবিটি মুক্তি পাবে ৬ মে, ২০২২-এ।
'মিনি' ছবি বলবে ছোট্ট মেয়ে মিনির গল্প। তার গল্পের বড় অংশ জুড়ে থাকবে তার মাসি তিতলি। মিনির মাসির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। কার বয়সে এবং মস্তিষ্কে এবং চিন্তাভাবনায় বড় হওয়া প্রয়োজন আর কার কেবল লম্বা হওয়া প্রয়োজন এই দোটানায় মিমি ও তিতলি। সেই গল্পই বলবে এই ছবি। এই ছবিটি বন্ধুত্বের সম্পর্ককে সুন্দরভাবে, খানিক অন্যভাবে তুলে ধরার চেষ্টা করবে। এমন বন্ধুত্ব যেখানে বয়স কোনও সীমানা নয়। একজন মহিলা এবং একটি শিশুর বন্ধুত্বের মন ভাল করা গল্প দেখা যাবে 'মিনি' ছবিতে।
করোনার তৃতীয় ঢেউয়ে টালমাটাল হয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। কিন্তু ঠিক তার কিছুদিন আগেই শ্যুটিংয়ের কাজ শেষ করে টিম 'মিনি'। শেষ হয় ডাবিং ও পোস্ট প্রোডাকশনের কাজও। এমনকী পরিচালক এবং গোটা টিমকে চমকে দিয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী রেকর্ড টাইমে ছবির ডাবিং শেষ করেন। ছবিতে এখন পড়ছে 'ফিনিশিং টাচ'। গ্রীষ্মে মুক্তির আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক মৈনাক ভৌমিক।
ছবিতে মিমি ও অয়ন্যা ছাড়াও মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্যাকে অভিনয় করতে দেখা যাবে। মৈনাক ভৌমিকের পরিচালনায়, স্মল টক আইডিয়াস ও এমকে মিডিয়ার প্রযোজনায় রাজ্যজুড়ে 'মিনি' মুক্তি পাবে ৬ মে।