প্রসঙ্গত, মঙ্গলবার নিজের স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাড়ি ফিরছিল নাবালিকা। তাকে চণ্ডীগড়ের সেক্টর-২৩-র চিলড্রেনস ট্র্যাফিক পার্কে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। মেয়েটি সেখানকার একটি সরকারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।
এই ঘটনায় আতঙ্কিত দিব্যাঙ্কা মোদীকে টুইটে বলেন
তারপর তিনি ধর্ষণকারীদের কড়া শাস্তির দাবি চেয়ে এই টুইট করেন,
তারপর তিনি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করেন, তাঁরা যেন সম্মিলত ভাবে মহিলাদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা করে। এরপর হতাশ দিব্যাঙ্কার মন্তব্য, ‘কীসের জন্যে আমরা ভোট দিই, কেন ভোট দিই? স্বাধীনতার ৭০ বছর পরও মহিলারা বাস্তবে স্বাধীন নন। সমস্ত রাজনৈতিক দল তাদের মধ্যে থাকা সব বিরোধকে সরিয়ে রেখে যেন মহিলাদের নিরাপত্তার দিকে এবার নজর দেয়, আর্জি দিব্যাঙ্কার। সময় এসে গেছে। ওয়েক আপ নাও, সমস্ত মহিলাই নিরাপত্তা দাবি করেন’।