অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বাগবাজারে (Bagbazar) মায়ের বাড়িতে (Mayer Bari) তথ্যকেন্দ্র তৈরি করল রামকৃষ্ণ মঠ ও মিশন। মায়ের বাড়ি সংলগ্ন উদ্বোধন কার্যালয়ে তৈরি এই হেল্প ডেস্কের (Help Desk) নাম রাখা হয়েছে তথ্যসেবা কেন্দ্র। রবিবার, আরতি ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে এর উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সঙ্ঘাধ্যক্ষ স্বামী প্রভানন্দ। 


 রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সহ সঙ্ঘাধ্যক্ষ স্বামী প্রভানন্দ মহারাজ, জানালেন,  এই প্রয়াসের  সাফল্য কামনা করি।

আরও পড়ুন : দেখুন বেলুড় মঠে কুমারীপুজোর  ছবি



এই তথ্যকেন্দ্রে কোভিডকালে ( Coronavirus ) মায়ের বাড়ি খোলা ও বন্ধের সময় সংক্রান্ত যে কোনও তথ্য পাওয়া যাবে। উদ্বোধন পত্রিকা, প্রকাশনা, স্বনির্ভর কেন্দ্র এবং দাতব্য চিকিৎসালয়ের বিষয়ে যাবতীয় তথ্য জানা যাবে। বাড়িতে বসে তথ্যসেবায় যোগযোগের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। 


নম্বরটি হল ৯৮৫১ ৪৭২ ৪৭২। সোমবার থেকে শুক্রবার  সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত ও শনিবার এই পরিষেবা চালু থাকবে দুপুর ১টা ৩০ পর্যন্ত। মায়ের বাড়ির সেক্রেটারি স্বামী নিত্যমুক্তানন্দ জানালেন, ' কোন মহারাজ কখন আসবেন, তাঁর সঙ্গে কখন দেখা করা যেতে পারে, সবকিছুরই উত্তর মিলবে এই তথ্যসেবা কেন্দ্রে' 


আগামী দিনে অনলাইনেও এই পরিষেবা চালুর ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে।