নয়াদিল্লি: ২১ বছর ফের ভারতে ফিরল সেরার মুকুট। ২০০০ সালে লারা দত্তের (Lara Dutta) পর ফের ২০২১। 'মিস ইউনিভার্স ২০২১'-এর (Miss Universe 2021) মঞ্চে ভারতকে গর্বিত করলেন চণ্ডীগড়ের তরুণী হরনাজ কৌর সান্ধু (Harnaaz Kaur Sandhu)। গোটা দেশবাসীর সঙ্গে এবার তাঁকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন চলচ্চিত্র পরিচালক সুভাষ ঘাই (Subhash Ghai)।


নিজের কু প্রোফাইলে এদিন হরনাজের মুকুট জয়ের ছবি পোস্ট করে সুভাষ ঘাই লেখেন, ''মিস ইউনিভার্স' খেতাব জয়ের জন্য হরনাজ কৌরকে আন্তরিত অভিনন্দন, তুমি ভারতকে আজ গর্বিত করেছ। কিন্তু আজকের তরুণদের ওপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে সেই সম্পর্কে তোমার ভাবনার জন্য দ্বিগুণ অভিনন্দন জানাই। তোমার কথা সত্যিই বুদ্ধিমত্তার পরিচয় দেয়। ঈশ্বর তোমার মঙ্গল করুন।'


 







আরও পড়ুন: Miss Universe 2021 Winner: '২১ বছর পর ঘরে মুকুট ফেরানোয় ধন্যবাদ', হরনাজকে শুভেচ্ছা প্রিয়ঙ্কা চোপড়ার


প্রসঙ্গত, প্রতিযোগিতায় হরনাজের সর্বশেষ বক্তব্য ছিল কীভাবে এখনকার তরুণ প্রজন্মের ওপর সমাজের প্রবল চাপ দেওয়া হয়। তিনি বলেন, 'আজকের তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা হল নিজেদের ওপর বিশ্বাস করা। প্রত্যেকেই আমরা স্বতন্ত্র এবং সেটাই আমাদের সুন্দর করে তোলে। নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করো এবং বিশ্বে আরও যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সেই সম্পর্কে কথা বলো।'


তিনি আরও বলেন, 'এটাই তোমাদের বুঝতে হবে। খোলস ছেড়ে বেরিয়ে এসো, নিজের হয়ে নিজে কথা বলো কারণ তুমিই তোমার জীবনের অধিনায়ক, তুমিই তোমার নিজের স্বর। আমি নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং তাই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি।'